রপ্তানিমুখী শিল্পে ১২৭ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা কোম্পানি

২. কারখানা স্থাপনে বেপজার সঙ্গে চুক্তি করেছে করবে চীনা কোম্পানি কোয়ালিটি স্পোর্টসওয়্যারছবি সংগৃহীত

দেশে রপ্তানিমুখী তৈরি পোশাক, লাগেজ ও ফ্যাশন উপকরণ উৎপাদনের কারখানা স্থাপন করবে চীনা কোম্পানি কোয়ালিটি স্পোর্টসওয়্যার ম্যানুফ্যাকচারিং লিমিটেড। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে এ কারখানা করা হবে।

কারখানা স্থাপনে কোয়ালিটি স্পোর্টসওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ১ কোটি ১৬ লাখ মার্কিন ডলার বা প্রায় ১২৭ কোটি ৬২ লাখ টাকা (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা ধরে) বিনিয়োগ করবে। আর এখানে কর্মসংস্থান হবে প্রায় ৩ হাজার ৩১০ জন বাংলাদেশি নাগরিকের। প্রতিষ্ঠানটি বছরে ৬০ লাখ ৫০ হাজার তৈরি পোশাক এবং ৮ লাখ মানিব্যাগ, ট্রাভেল ব্যাগ ও বেল্ট ইত্যাদি পণ্য উৎপাদন করবে।

এ লক্ষ্যে আজ মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) দপ্তরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও কোয়ালিটি স্পোর্টসওয়্যার ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক ঝ্যাং ঝিলান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।

বেপজা জানিয়েছে, এখন পর্যন্ত ২৬টি প্রতিষ্ঠানকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৫২ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার।