করোনা মহামারির পর সারা বিশ্বেই উড়োজাহাজের টিকিটের ভাড়া বেড়েছে। বিভিন্ন দেশের সরকার এ খাতে বাড়তি করারোপ করায় টিকিটের দাম ঊর্ধ্বমুখী বলে মনে করেন এয়ার অ্যারাবিয়ার গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও আদেল আবদুল্লাহ আলী।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এয়ার অ্যারাবিয়ার ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
করোনার পর উড়োজাহাজের টিকিটের বাড়তি দামসংক্রান্ত এক প্রশ্নের জবাবে আদেল আবদুল্লাহ আলী বলেন, এর কারণ শুধু জ্বালানির বাড়তি দামই না। জ্বালানির দাম ন্যায্যই আছে। তবে জ্বালানির দাম কিছুটা কমলে তা উড়োজাহাজভাড়ায় প্রভাব ফেলবে। কিন্তু জ্বালানির দাম যদি অনেক কমে যায়, তখন তা উড়োজাহাজের ব্যবসার পাশাপাশি পুরো অর্থনীতিতেই প্রভাব ফেলবে।
টিকিটের বাড়তি দামের কারণ হিসেবে এয়ার অ্যারাবিয়ার গ্রুপ সিইও বলেন, করোনার পর বেশির ভাগ দেশের সরকার নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে বিমান পরিবহন খাতের বিভিন্ন সেবার ওপর করের হার বাড়িয়েছে। কোনো কোনো দেশ এয়ারলাইনসের ফির ওপর ৭০ শতাংশও কর বৃদ্ধি করেছে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বাজেট বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া ২০০৭ সালে বাংলাদেশে ব্যবসা শুরু করে। বাংলাদেশ থেকে বর্তমানে সপ্তাহে তাদের ৫৭টি উড্ডয়ন পরিচালিত হয়। বাংলাদেশ থেকে উড্ডয়ন আরও বাড়ানো হবে কি না, জানতে চাইলে আদেল আবদুল্লাহ আলী বলেন, চাহিদা বাড়লে উড্ডয়নের সংখ্যাও বাড়ানো হবে। ডলার–সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ সমস্যা শুধু বাংলাদেশেই না, আরও অনেক দেশে রয়েছে। বিমান পরিবহন ব্যবসা অনেক বেশি ব্যয়বহুল। এ খাতের ব্যবসার ক্ষেত্রে মুদ্রা ও জ্বালানি অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে ব্যবসা প্রসঙ্গে আদেল আবদুল্লাহ আলী বলেন, বাংলাদেশে অর্থনীতি অনেক এগিয়েছে। এখানে বাজার ও প্রবৃদ্ধি ভালো এবং ব্যবসার সুযোগও রয়েছে। ১৭ বছর ধরে তাদের ব্যবসার জন্য বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচিত হচ্ছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এয়ার অ্যারাবিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক রাজেশ নারুলা এবং এমজিএইচ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহিম।