একলাফে ৭৬৯৮ টাকা বাড়ল সোনার ভরি, লাখ টাকা ছুঁই ছুঁই

সোনার দাম বেড়ে আবারও রেকর্ড উচ্চতায় উঠেছে। লাখ টাকা ছুঁই ছুঁই করছে এখন সোনার দাম। আজ শনিবার নতুন করে সোনার দাম বাড়ানোর ঘোষণার পর মূল্যবান এ ধাতুটির দাম বেড়ে লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে একলাফে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এ দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে। তাতে দেশের বাজারে ভালো মানের সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৯৮ হাজার ৭৯৪ টাকায় উঠেছে। বাজুস জানিয়েছে, বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় তারাও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বাজুসের নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে আগামীকাল রোববার থেকে হবে ৯৮ হাজার ৭৯৪ টাকা। জুয়েলার্স সমিতি আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি সোনার দাম ভরিতে ১ হাজার ১১৬ টাকা কমিয়েছিল বাজুস।

নতুন করে মূল্যবৃদ্ধি পাওয়ায় রোববার থেকে হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি দাঁড়াবে ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৮৩২ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম হবে ৬৭ হাজার ৩০১ টাকা।

জানতে চাইলে জুয়েলার্স সমিতির সহসভাপতি দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের দুই ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে আর্থিক খাতে একধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ডিজিটাল মুদ্রার দাম পড়ে গেছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সবাই আবার সোনার প্রতি ঝুঁকছেন। ফলে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ২ হাজার ডলারের কাছাকাছি চলে গেছে। তার প্রভাবে দেশে বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম বেড়েছে। তাই আমরা দাম বাড়াতে বাধ্য হয়েছি।’

এত দিন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৯১ হাজার ৯৬ টাকা। একলাফে তা বেড়ে লাখ টাকার কাছাকাছি পৌঁছে গেছে। এ ছাড়া আজ শনিবার পর্যন্ত হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেট ৭৪ হাজার ৫৯১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরি ৬২ হাজার ১৬৯ টাকায় বিক্রি হয়েছিল।