মেঘনা অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ–সংযোগ নিয়ে ত্রিপক্ষীয় চুক্তি
বিদ্যুৎ–সংযোগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এবং মেঘনা ইকোনমিক জোন লিমিটেডের (এমইজেডএল) মধ্যে আজ সোমবার একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে।
এই চুক্তি অনুযায়ী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অর্থনৈতিক অঞ্চল মেঘনা ইকোনমিক জোন লিমিটেডের (এমইজেডএল) আওতাধীন শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড বাংলাদেশের মেঘনাঘাট গ্রিড উপকেন্দ্র থেকে ২৩০ কেভি লেভেলে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ–সংযোগ প্রদান করা হবে।
এমজিআই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। এতে বলা হয়, ঢাকার খিলক্ষেতে অবস্থিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) প্রধান কার্যালয়ের বোর্ড রুমে চুক্তিটি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিআরইবির সচিব দিলরূবা শিরাজী, পাওয়ার গ্রিড বাংলাদেশের কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ ও এমজিআইর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআরইবির সদস্য মো. আবদুর রহিম মল্লিক, মো. শহিদুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন; জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক শেখ মোহাম্মদ আলী; পাওয়ার গ্রিড বাংলাদেশের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার মো. মামুনুর রহমান এবং এমজিআইর পরিচালক তাসনিম মোস্তফা, কনসালট্যান্ট মো. শরফুদ্দিন হোসেন, ডেপুটি অ্যাডভাইজার এ কে এম মনোয়ার হোসেন আখন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।