এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই উদ্যোগ নেওয়া দরকার

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যে চ্যালেঞ্জ, তা মোকাবিলায় এখনই পদক্ষেপ নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ার।

মো. শাহরিয়ার বলেন, এলডিসি থেকে উত্তরণের পর পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা থাকবে না। এতে তৈরি পোশাক রপ্তানির সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি পর্যায়ে গবেষণা হচ্ছে। তবে শুধু তৈরি পোশাক খাত নিয়ে পরিকল্পনা করলে হবে না। তার সঙ্গে তৈরি পোশাকের সহায়ক পণ্য বা গার্মেন্টস অ্যাকসেসরিজ ও মোড়কীকরণের সঙ্গে সংশ্লিষ্ট বা প্যাকেজিং পণ্য উৎপাদনে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতেও কী ধরনের সমস্যা হতে পারে, তা যেমন ভাবতে হবে, তেমনি সমস্যা সমাধানের পরিকল্পনাও এখনই গ্রহণ করতে হবে।

গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্য উপখাতে ব্যবহৃত কাঁচামাল, যন্ত্রপাতি, সুতা, কাপড়, বস্ত্র ইত্যাদি পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী গ্যাপেক্সপো ২০২৫ উপলক্ষে আজ রোববার ঢাকার কারওয়ান বাজারের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির (আইসিসিবি) নবরাত্রি হলে চার দিনব্যাপী গ্যাপেক্সপো আগামী বুধবার শুরু হবে। এতে স্বাগতিক বাংলাদেশ, ভারত, জার্মানি, চীন, জাপান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়াসহ ১৮টির বেশি দেশের ২৫০টি প্রতিষ্ঠানের প্রায় ৯০০ স্টল থাকবে। বিজিএপিএমইএ ও এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন যৌথভাবে এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএপিএমইএর মেলাসংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হাসানুল করিম, সহসভাপতি (অর্থ) মোজাহারুল হক, সাবেক সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

সংগঠনের সভাপতি মো. শাহরিয়ার জানান, বিজিএপিএমইএর সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ১০০। তাদের উৎপাদিত পণ্যের সংখ্যা ৬০–এর বেশি। এই উপখাতে ইতিমধ্যে ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরে দেশ থেকে ৬৮৭ কোটি ডলারের গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্য রপ্তানি হয়েছে।