ঘরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয় টাইলস

বাথরুম থেকে রান্নাঘর—সব ঘরের জন্যই আলাদা নকশা ও ধরনের টাইলস পাওয়া যাচ্ছেছবি: মিরপুর সিরামিকস

টাইলস যেমনই হোক না কেন, দিন শেষে ঘরের সৌন্দর্যই আসল। আর তার একটা বড় অংশ নির্ভর করে উপস্থাপন ও পরিবেশনার ওপর। বসার ঘর থেকে শোবার ঘর, এমনকি রান্নাঘর, বাথরুমেও ছিল মোজাইকের একাধিপত্য। সময়ের সঙ্গে সঙ্গে মোজাইকের রাজত্ব দখল করে নিয়েছে এখন টাইলস।

রাজধানীর রিদম আর্কিটেকস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের প্রধান ইন্টেরিয়র ডিজাইনার মাজেদুল হক বলেন, এক দশক আগেও মানুষের কাছে টাইলস ছিল একধরনের বিলাসবহুল পণ্য। অভিজাত পরিবারের বিলাসবহুল কোনো বাসাতেই শুধু টাইলসের দেখা মিলত। মধ্যবিত্তের ঘরে জায়গা করে নিত মোজাইক কিংবা মার্বেল পাথর। কিন্তু সময় পাল্টেছে, বর্তমানে বাড়ি তৈরির জন্য ইট, বালু, রড, সিমেন্টের মতো টাইলসও অতি আবশ্যকীয় একটি বস্তু। সহজলভ্য আর তুলনামূলক কম দামের কারণে মোজাইককে সরিয়ে পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে টাইলস। ঘরের মেঝেতে যেমন খুবই অল্প সময়ে টাইলস লাগানো যায়, তেমনি যত্ন নিতেও খুব একটা বেগ পোহাতে হয় না। মোজাইকের তুলনায় খুবই সাশ্রয়ী মূল্যে ঘরে টাইলস লাগানো সম্ভব। রক্ষণাবেক্ষণের কারণেও অনেকে মোজাইক থেকে বেশি টাইলসে নজর দিচ্ছেন।

এখন বাথরুম থেকে রান্নাঘর—সব ঘরের জন্যই আলাদা নকশা ও ধরনের টাইলস পাওয়া যাচ্ছে। ড্রয়িংরুমের মেঝে ও দেয়ালের জন্যও আছে বিশেষ টাইলস। ঘরের দেয়াল সাজাতে পোড়ামাটির ফলকের ব্যবহার ছিল প্রাচীনকাল থেকেই। সেই চল এখনো আছে, তবে যোগ হয়েছে নতুন উপকরণ ও প্রযুক্তি। অনেকেই এখন ঘরের দেয়াল টেকসই ও সুন্দর করতে সিরামিক টাইলস ব্যবহার করেন। শুধু দেয়াল নয়, ঘরের মেঝে, সিঁড়ি, গাড়ি রাখার স্থান (পার্কিং) কিংবা ফুটপাতেও এখন টাইলস ব্যবহার হচ্ছে। ব্যবহারভেদে এসব টাইলসের আকার, আকৃতি ও নকশাতেও রয়েছে নানা বৈচিত্র্য।

বর্তমানে বাংলাদেশের টাইলসের বাজারে নেতৃত্ব দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। বাজারে দেশীয় উদ্যোক্তাদের অংশীদারত্ব প্রায় ৮৬ শতাংশ। তবে পরিমাণে কম হলেও আমদানি করা বিদেশি টাইলসের চাহিদা রয়েছে। চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে টাইলসের আমদানি কিছুটা কমেছে। পাশাপাশি টাইলসের বাজারেও সংকটের প্রভাব পড়েছে। ডলারের মূল্যবৃদ্ধি, কাঁচামাল আমদানির ঋণপত্র খুলতে না পারা ও সরবরাহ-সংকটের কারণে গত কয়েক মাসে টাইলসের দাম প্রতি বর্গফুটে ১৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

দেশে টাইলসের সবচেয়ে বড় খুচরা ও পাইকারি বিক্রির বাজারটি রাজধানীর হাতিরপুলে। সেখানে ছোট-বড় কয়েক শ দোকানে খুচরা ও পাইকারি পর্যায়ে টাইলস বিক্রি হয়। রাজধানীর মিরপুর, উত্তরা, তেজগাঁও, যাত্রাবাড়ী, কুড়িল বিশ্বরোড ও রামপুরা এলাকাতেও টাইলসের বাজার রয়েছে। এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে পরিবেশকের মাধ্যমে টাইলস বিক্রি করা হয়।

সাধারণত টাইলস বিক্রি হয় বর্গফুট হিসেবে। বাংলাদেশে টাইলসের দাম সাধারণত আকার, ধরন ও ব্র্যান্ডের ওপর নির্ভর করে। মেঝের টাইলসের মতো দেয়ালেও সিরামিক টাইলস ব্যবহার করা হয়। কিন্তু দেয়ালে ব্যবহৃত টাইলস তুলনামূলক পাতলা ও কম শক্তিশালী হয়ে থাকে। খুচরা পর্যায়ে আকারভেদে দেশীয় সিরামিকের ফ্লোর টাইলস প্রতি বর্গফুট ৬০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে। আর দেয়ালের টাইলসের প্রতি বর্গফুটের দাম ৪৫ থেকে ৩০০ টাকা পর্যন্ত। তবে এর বেশি দামের টাইলসও রয়েছে বাজারে। সীমিত পর্যায়ে হলেও ছাদের টাইলসের কিছু চাহিদা রয়েছে। আবার অনেকে গাড়ি পার্কিংয়ের জায়গায় সিরামিক টাইলস ব্যবহার করেন। তবে এতে খরচ একটু বেশি হয়।