যারা রপ্তানিকে বাধাগ্রস্ত করে, তাদের শাস্তি চাইলেন বিজিএমইএর সভাপতি

চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সঙ্গে বৈঠকে বিজিএমইএর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান।ছবি: বিজিএমইএর সৌজন্যে

যারা পণ্য রপ্তানিকে বাধাগ্রস্ত ও রপ্তানিকারকদের হয়রানির মাধ্যমে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান।

চট্টগ্রাম কাস্টম হাউস কার্যালয়ে আজ বুধবার কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানান বিজিএমইএ সভাপতি এস এম মান্নান। সভাপতির নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং তিন সহসভাপতি মো. নাসির উদ্দিন, আবদুল্লাহ হিল রাকিব ও রাকিবুল আলম চৌধুরী, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ। এতে কাস্টম হাউস, চট্টগ্রামের যুগ্ম কমিশনার মো. তারেক হাসান, মোহাম্মদ নাজিউর রহমান মিয়া, উপকমিশনার ইমাম গাজ্জালী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানিয়েছে।

চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সঙ্গে বৈঠকে বিজিএমইএর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান।
ছব: বিজিএমইএর সৌজন্যে

চট্টগ্রাম কাস্টমস কমিশনারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএর প্রতিনিধিদল আমদানি করা ওভেন কাপড়ের চালান ছাড়করণ, রপ্তানি পণ্যের চালান জাহাজীকরণে ওজনজনিত সমস্যা, ডকুমেন্টেশন সমস্যা এবং আমদানি করা পণ্যের চালান খালাসকালে এইচএস কোড–সংক্রান্ত জটিলতাসহ কাস্টমস–সম্পর্কিত পরিষেবাগুলোতে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

বিজিএমইএর সভাপতি এস এম মান্নান রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের সার্বিক কার্যক্রম নিরবচ্ছিন্ন ও সুচারুভাবে পরিচালনার জন্য কাস্টমস–সংক্রান্ত পরিষেবাগুলো আরও দ্রুততর এবং সহজ করার ওপর জোর দেন। তিনি বলেন, পোশাকশিল্পের রপ্তানি-আমদানি কার্যক্রমে কাস্টমস–সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে। পাশাপাশি ব্যবসায়িক প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় বিলম্ব হচ্ছে।

বিজিএমইএর সভাপতি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় তৈরি পোশাকের ব্যবসায় খারাপ সময় চলছে। রপ্তানিতে প্রবৃদ্ধি নেই সেভাবে। তার বিপরীতে শিল্পের উৎপাদন ব্যয় বাড়ছে। এমন প্রেক্ষাপটে শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ, দ্রুততর ও হয়রানিমুক্ত করা প্রয়োজন।

চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বিজিএমইএর প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, তৈরি পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য চট্টগ্রাম কাস্টম হাউস একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার জন্য একনিষ্ঠভাবে কাজ করছে।