প্রতিষ্ঠার দুই দশক পার করেছে দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই)। ১৯৬৪ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

এ উপলক্ষে ৩ ও ৪ মার্চ দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে বিটিআই। বিটিআই সেলিব্রেশন পয়েন্টে আয়োজিত ‘স্পোর্টি অ্যাট ফোরটি’ শিরোনামের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এফ আর খানসহ প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীরা।

অনুষ্ঠানে প্যানেল আলোচনা ছাড়াও ছিল শিশুদের জন্য চিত্রাঙ্কন কর্মশালা। এ ছাড়া অনুষ্ঠানে নগরীর বিভিন্ন স্থানে অবস্থিত বিটিআইয়ের ১১টি নতুন আবাসন প্রকল্প উদ্বোধন করা হয়। বিটিআইয়ের আয়োজনের পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান তাদের গৃহঋণ প্রকল্প নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিল

অনুষ্ঠানের প্রথম দিনে ‘মূল্যস্ফীতির এ সময়ে বিনিয়োগের সুযোগ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বিটিআইয়ের এমডি এফ আর খানের সঞ্চালনায় প্যানেল আলোচক ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর ও সাংবাদিক গোলাম মোর্তাজা। তাঁরা বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগের ক্ষেত্রে কেমন পরিবর্তন আনা প্রয়োজন, তা নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া শিশুদের জন্য চিত্রাঙ্কন কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ গোস্বামী।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ‘আয়করের প্রভাব’ বিষয়ক আরেকটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য কাজী দেলোয়ার হোসেন। তিনি আবাসন খাতসংশ্লিষ্ট রাজস্ব নীতিমালা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া গুড প্যারেন্টিং বিষয়ে একটি নলেজ সেশন অনুষ্ঠানে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম।