পিপিপিতে সংস্কার হবে সিইটিপি

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিইটিপির সংশোধন ও মানোন্নয়নের কাজ পিপিপিতে করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

সাভারের চামড়াশিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি)
ছবি: শুভ্র কান্তি দাশ

ঢাকার সাভারের চামড়াশিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) নকশাতেই ত্রুটি ছিল। এর কিছু যন্ত্রপাতি ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, কিছু যন্ত্রপাতির জীবনকালও এখন শেষ পর্যায়ে। আবার গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর কার্যক্ষমতা কমে গেছে। সে জন্য যথাযথ মাত্রায় পরিশোধন করা যাচ্ছে না বর্জ্য। এ ছাড়া কিছু ট্যানারি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি ব্যবহার করছে বলেও অভিযোগ আছে।

সচিবালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব তথ্য তুলে ধরেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। তিনি বলেন, এসব কারণে চামড়াশিল্পে ইউরোপীয় মান নিয়ন্ত্রণসংক্রান্ত লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করা যাচ্ছে না। এসব কারণে আন্তর্জাতিক বাজারে দেশীয় চামড়া ও চামড়াজাত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

চামড়াশিল্প নগর প্রকল্পের মোট বাজেটের অর্ধেকের বেশি ছিল সিইটিপির জন্য বরাদ্দ। ভালো মানের ঠিকাদার নিয়োগ না করায় কাজটি ভালো হয়নি। ওখান থেকে শিক্ষা নিয়ে নতুন প্রকল্প বাস্তবায়নে তাই ইউরোপীয় মানের কোম্পানিকে দায়িত্ব দিতে হবে।
মো. আবু ইউসুফ, শিক্ষক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাবি  

শিল্পসচিব তাই ‘কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের সংশোধন ও মানোন্নয়ন এবং বিসিক চামড়াশিল্প নগর, ঢাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের কথা বলেছেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে গত বছরের অক্টোবরে এক বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি দাবি করেন, প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তবে প্রস্তাব অনুমোদনের তথ্য ছাড়া এ বিষয়ে বিশদ কিছু জানাতে পারেননি তিনি।

প্রতিদিন ট্যানারিশিল্পে গড়ে ২০০ টন উপজাত কঠিন বর্জ্য উৎপাদিত হয়। এগুলো রাখা হয় শিল্পনগরের তিনটি ভাগাড়ে। কঠিন বর্জ্যের সামান্য অংশ অর্থাৎ মাথা, লেজ, শিং ইত্যাদি রপ্তানি হয়। কিছু বর্জ্য পরিবেশসম্মতভাবে সিমেন্ট তৈরিতে কাজে লাগায় লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানি।

বলা হয়, চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় প্রযুক্তি ব্যবহার করে সিইটিপি সংস্কারসহ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে বলে মত উঠে এসেছিল প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে গত অক্টোবরে অনুষ্ঠিত বৈঠকে। বৈঠকে সিদ্ধান্ত হয়, ‘পিপিপি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি বিজনেস মডেল তৈরি করতে হবে এবং বেসরকারি খাতের অংশগ্রহণে পিপিপি ভিত্তিতে কার্যক্রম হাতে নিতে হবে।’

এ সিদ্ধান্তের পর শিল্প মন্ত্রণালয় গত নভেম্বরে পিপিপি কর্তৃপক্ষের সঙ্গে দুই দফা বৈঠক করে। উভয় বৈঠক থেকেই সিদ্ধান্ত হয়, এ প্রস্তাব বাস্তবায়নের আগে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন দরকার, যা গতকাল হয়ে গেছে। শিল্পসচিব গত ৩১ জানুয়ারি কমিটির কাছে পাঠানো চিঠিতে বলেন, পিপিপির আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হলে চামড়াশিল্পে ইউরোপীয় মান নিয়ন্ত্রণবিষয়ক এলডব্লিউজির সনদ পাওয়া যাবে এবং তা সহায়ক হবে বিশ্ববাজারে চামড়ার ন্যায্যমূল্য পাওয়ার ক্ষেত্রে।

সাভারের হেমায়েতপুরে ১৯৯ দশমিক ৪০ একর জমির ওপর ১ হাজার ১৬ কোটি টাকা ব্যয়ে ২০০৩-২১ সাল মেয়াদে বিসিক চামড়াশিল্প নগরী প্রকল্প বাস্তবায়িত হয়। এরপর ঢাকা মহানগরীর হাজারীবাগসহ দেশের বিভিন্ন অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ট্যানারিগুলো ২০১৭ সালে সাভারে স্থানান্তরিত হয়। স্থাপন করা হয় সিইটিপি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক মো. আবু ইউসুফের চামড়া খাত নিয়ে গবেষণা করার অভিজ্ঞতা রয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, চামড়াশিল্প নগর প্রকল্পের মোট বাজেটের অর্ধেকের বেশি ছিল সিইটিপির জন্য বরাদ্দ। ভালো মানের ঠিকাদার নিয়োগ না করায় কাজটি ভালো হয়নি। ওখান থেকে শিক্ষা নিয়ে নতুন প্রকল্প বাস্তবায়নে তাই ইউরোপীয় মানের কোম্পানিকে দায়িত্ব দিতে হবে।

আবু ইউসুফ আরও বলেন, নতুন প্রকল্প বাস্তবায়নে ইউরোপীয় মানের কোনো নিরীক্ষককে রাখা যেতে পারে। আর চামড়া খাতকে বিসিক থেকে বের করে এনে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শিগগিরই প্রস্তাবিত চামড়া উন্নয়ন কর্তৃপক্ষের হাতে ছেড়ে দিতে হবে। তাহলেই চামড়া খাত থেকে প্রত্যাশিত বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

এদিকে আবু ইউসুফের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিকের কাছে গত রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মাত্র সাত দিন আগে তিনি এখানে যোগ দিয়েছেন। তাই কোনো মন্তব্য করতে পারছেন না।