৯ মাসে পণ্য রপ্তানি বেড়েছে ৮ শতাংশ

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)

চার মাস পর গত মার্চে পণ্য রপ্তানি আবারও নেতিবাচক ধারায় চলে গেছে। গত মার্চে ৪৬৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কম। মার্চে রপ্তানি নেতিবাচক ধারায় চলে গেলেও চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রপ্তানিতে আগের বছরের একই সময়ের চেয়ে ৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ রোববার পণ্য রপ্তানি আয়ের হালনাগাদে এ পরিসংখ্যান প্রকাশ করেছে। ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ৯ মাসে রপ্তানির বড় খাতের মধ্যে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা এবং প্লাস্টিক পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তার বিপরীতে পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, প্রকৌশল পণ্যের রপ্তানি কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ৪ হাজার ১৭২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের বছরের একই সময় পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ৮৬১ কোটি ডলার।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ৩ হাজার ৫২৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১৭ শতাংশ বেশি। এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে ২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের জুলাই-মার্চে রপ্তানি হয়েছে ৯২ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। চামড়াবিহীন জুতার রপ্তানিও বেড়েছে পৌনে ৬ শতাংশ। এ খাতের রপ্তানির পরিমাণ ৩৬ কোটি ডলার।

হোম টেক্সটাইলের রপ্তানি কমেছে ২৫ দশমিক ৭৩ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই-মার্চে রপ্তানি হয়েছে ৮৫ কোটি ৯৯ লাখ ডলারের হোম টেক্সটাইল। অন্যদিকে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে ২১ দশমিক ২৩ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ৬৯ কোটি ৮৭ লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে।

গত ২০২১-২২ অর্থবছরে ৫ হাজার ২০৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৫ হাজার ৮০০ কোটি ডলার।