৯ মাসে পণ্য রপ্তানি বেড়েছে ৮ শতাংশ
চার মাস পর গত মার্চে পণ্য রপ্তানি আবারও নেতিবাচক ধারায় চলে গেছে। গত মার্চে ৪৬৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কম। মার্চে রপ্তানি নেতিবাচক ধারায় চলে গেলেও চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রপ্তানিতে আগের বছরের একই সময়ের চেয়ে ৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ রোববার পণ্য রপ্তানি আয়ের হালনাগাদে এ পরিসংখ্যান প্রকাশ করেছে। ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ৯ মাসে রপ্তানির বড় খাতের মধ্যে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা এবং প্লাস্টিক পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তার বিপরীতে পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, প্রকৌশল পণ্যের রপ্তানি কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ৪ হাজার ১৭২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের বছরের একই সময় পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ৮৬১ কোটি ডলার।
ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ৩ হাজার ৫২৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১৭ শতাংশ বেশি। এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে ২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের জুলাই-মার্চে রপ্তানি হয়েছে ৯২ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। চামড়াবিহীন জুতার রপ্তানিও বেড়েছে পৌনে ৬ শতাংশ। এ খাতের রপ্তানির পরিমাণ ৩৬ কোটি ডলার।
হোম টেক্সটাইলের রপ্তানি কমেছে ২৫ দশমিক ৭৩ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই-মার্চে রপ্তানি হয়েছে ৮৫ কোটি ৯৯ লাখ ডলারের হোম টেক্সটাইল। অন্যদিকে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে ২১ দশমিক ২৩ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ৬৯ কোটি ৮৭ লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে।
গত ২০২১-২২ অর্থবছরে ৫ হাজার ২০৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৫ হাজার ৮০০ কোটি ডলার।