যে কারণে ব্যর্থ হন নারী উদ্যোক্তারা

বাংলাদেশে নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা। আজ শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনেছবি: প্রথম আলো

দেশের অধিকাংশ নারী উদ্যোক্তা ঝুঁকি নিতে চান না। তাঁরা সব সময় সুবিধাজনক অবস্থানে থাকতে চান। ব্যবসা বাড়াতে চান না। তা ছাড়া অন্যের দেখাদেখি অনেকে ব্যবসায় নেমে পড়েন। ব্যবসা শুরুর আগে প্রস্তুতি নেন না। এ কারণে উদ্যোক্তারা ব্যর্থ হন। এক সময় ব্যবসাও গুটিয়ে নেন।

‘বাংলাদেশে নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বিয়াম মিলনায়তনে আজ শনিবার সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান। এ ছাড়া বক্তব্য দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ ও বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির। এন্টিপ্রেনিউরিয়াল ক্রিয়েটিভ নামের একটি সংগঠন এই সিম্পোজিয়ামের আয়োজন করেছে।

ইআরডি সচিব শরিফা খান বলেন, যেকোনো ব্যবসায় ঝুঁকি নেওয়া উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকারি চাকরিতে ঝুঁকি নিতে হয় না। এখানে বিসিএস দিয়ে ৩০ থেকে ৩২ বছর চাকরি করা যায়। তবে একজন উদ্যোক্তার সেই সুযোগ নেই। তাঁকে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। অনেকে ঝুঁকি নিতে পারেন না। তাই ঝরে পড়েন।

নাজনীন আহমেদ বলেন, একজন উদ্যোক্তাকে অবশ্যই সৃষ্টিশীল ও সৃজনশীল হতে হবে। তাঁকে ঝুঁকি নিতে হবে। তিনি আরও বলেন, অনেক উদ্যোক্তা ব্যবসা বাড়াতে চান না। যেখানে আছেন, সেখানেই থাকতে চান। উদ্যোক্তা মনে করেন, তিনি ভালো অবস্থানে আছেন। তবে এটি টেকসই নয়। ব্যবসা টেকসই করতে অবশ্যই আওতা বাড়াতে হবে। সেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে।

কামাল কাদির বলেন, সবাইকে উদ্যোক্তা হতে হবে কিংবা সবাইকে সফল হবে, এমন কোনো কথা নেই। তবে সফল হতে গেলে হতাশ হওয়া যাবে না। গত শুক্রবার বিশ্বকাপ ফুটবলের ইরান ও ওয়েলসের মধ্যকার খেলার কথা উল্লেখ করে তিনি বলেন, পুরো ৯০ মিনিটে দুই দল কোনো গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে গিয়ে ইরান দুটি গোল দিয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে। এই যে পুরো ৯০ মিনিট তারা লেগেছিল; মার খেয়েছে, হলুদ কার্ড পেয়েছে, তারপরও তারা থেমে যায়নি।

যেকোনো উদ্যোক্তাকে ইরান-ওয়েলসের ম্যাচটি অন্তত ১২ বার দেখার আহ্বান জানিয়ে কামাল কাদির বলেন, যেকোনো ব্যবসায় আপনার আইডিয়া বা ধারণা হচ্ছে মাত্র ১ শতাংশ। বাকি ৯৯ শতাংশ হচ্ছে বাস্তবায়ন। আপনার আইডিয়াকে কতটা বাস্তবায়ন করতে পারছেন সেটিই দেখার বিষয়। আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে।

বিকাশের প্রধান নির্বাহী বলেন, দেশে পুঁজির অভাব নেই। বিনিয়োগকারী টাকা নিয়ে বসে আছে। শুধু দরকার আত্মবিশ্বাস। উদ্যোক্তাকে তার লক্ষ্য ঠিক করতে হবে। এই লক্ষ্যই তাঁকে সঠিক পথে নিয়ে যাবে। কিছুতেই হতাশ হওয়া যাবে না।