সোনার দাম ভরিতে কমেছে ১,০৩৮ টাকা

সোনাছবি: ফ্রিপিক ডটকম

দেশের বাজারে সোনার দাম আবার কমেছে। এ দফায় ভরিতে দাম কমেছে ১ হাজার ৩৮ টাকা। এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানায়। নতুন এ দাম আগামীকাল রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।

এর আগে গত মঙ্গলবার সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৫৫৭ টাকা বাড়ানো হয়েছিল। তাতে ভালো মানের সোনার ভরির দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। অবশ্য গত ২০ ফেব্রুয়ারি সোনার দাম বেড়ে প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকায় উঠেছিল। দেশের বাজারে সেটিই ছিল সোনার এযাবৎকালের সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী, আগামীকাল থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২৩ হাজার ৪২৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হবে ১ লাখ ১ হাজার ৬৪০ টাকা। আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৪ হাজার ২৮০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ১ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেটে ৯৯১ টাকা, ১৮ ক্যারেটে ৮৫১ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৭৩৫ টাকা দাম কমবে।