এসএমই পণ্য মেলায় একচক্কর
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দশম জাতীয় এসএমই পণ্য মেলা চলছে। এতে ৩২৫টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) অংশ নিয়েছে, যার মধ্যে ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। মেলায় এসব প্রতিষ্ঠান চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্পসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী প্রদর্শন করছে। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ২৪ নভেম্বর ১০ দিনব্যাপী এই মেলার উদ্বোধন হয়। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিনই মেলায় এসএমই উদ্যোক্তাদের পণ্য কিনতে ভিড় করছে শত শত মানুষ। রোববার এসএমই পণ্য মেলার ছবিগুলো তুলেছেন আশরাফুল আলম।