সোনার দাম ভরিতে বাড়ছে ১,৩৪১ টাকা

সোনার দাম বাড়ছেছবি: সংগৃহীত

স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে, সেই কারণ দেখিয়ে সোনার দাম ভরিতে ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জুয়েলার্স সমিতি। তাতে প্রতি ভরি ভালো মানের, অর্থাৎ হলমার্ক করা ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়াচ্ছে ৭৮ হাজার ৫৫৭ টাকা। নতুন দর বুধবার সারা দেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতি মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। সর্বশেষ ১৮ জুলাই সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা হ্রাস করেছিল তারা। তার আগে ২২ মে সোনার ভরি ৮২ হাজার ৪৬৪ টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

মূল্যবৃদ্ধি পাওয়ায় বুধবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৭৮ হাজার ৫৫৭ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৭৫ হাজার টাকা ও ১৮ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াবে ৬৪ হাজার ২৬৯ টাকা। তবে হলমার্ক ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম বাড়ানো হয়নি।

দেশের বাজারে মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৭ হাজার ২১৬ টাকা, ২১ ক্যারেট ৭৩ হাজার ৭১৬ টাকা, ১৮ ক্যারেট ৬৩ হাজার ২১৯ ও সনাতন পদ্ধতির সোনা ৫২ হাজার ৭২১ টাকায় বিক্রি হয়েছে। তার মানে, বুধবার থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৩৪১ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২৮৪ ও ১৮ ক্যারেট সোনায় ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি পাচ্ছে।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দর অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। হলমার্ক করা ২২ ক্যারেটের রুপার অলংকারের দাম ১ হাজার ৫১৬ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট রুপার ভরি ১ হাজার ৪৩৫ ও ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ২২৫ টাকা ভরি।