সাক্ষাৎকার

জরুরিভাবে গ্যাস–সংকট সমাধানের উদ্যোগ নিতে হবে

সাধন কুমার দে , চিফ ফিনান্সিয়াল অফিসার অ্যান্ড চিফ অপারেটিং অফিসার, আরএকে সিরামিকস

প্রথম আলো:

আরএকে সিরামিকসের বর্তমান অবস্থা কেমন?

সাধন কুমার দে: বর্তমানে আমরা কয়েকটি সমস্যার কারণে ভোগান্তির শিকার হচ্ছি। গ্যাস–সংকটের কারণে ঠিকমতো পণ্য উৎপাদন করতে পারছি না, আমরা পণ্য উৎপাদনের জন্য সব ধরনের বিনিয়োগ করছি কিন্তু গ্যাস স্বল্পতার কারণে সময়মতো পণ্য উৎপাদন করে বাজারে ছাড়তে পারছি না। টাইলস ও স্যানিটারি পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে এখন ভয়াবহ সমস্যায় পড়তে হচ্ছে। ব্যাংকগুলো থেকে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না।

প্রথম আলো:

এসব সমস্যা সমাধানে সরকারের কাছ থেকে কী ধরনের উদ্যোগ আশা করেন?

সাধন কুমার দে: টাইলস ও স্যানিটারি পণ্য উৎপাদনে সমস্যাগুলো সমাধানে সরকার আমাদের বিভিন্নভাবে সহায়তা করতে পারে। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে সহায়তা করতে পারে। এ ছাড়া জরুরিভাবে গ্যাস–সংকট সমাধানের উদ্যোগ নিতে হবে। যেহেতু টাইলস এখন আর বিলাসী পণ্য নেই, এটি এখন অত্যাবশকীয় পণ্য। তাই টাইলসের ওপর থেকে সরকার যদি সম্পূরক শুল্ক মওকুফ করে, তাহলে ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে পণ্যটি।

প্রথম আলো:

দেশের বাজারে আপনাদের পণ্যের চাহিদা কেমন? আপনাদের কোন পণ্যের চাহিদা বেশি?

সাধন কুমার দে: মুদ্রাস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। পণ্যের চাহিদা আছে কিন্তু মানুষের কাছে নগদ টাকা না থাকায় কিনতে পারছে না। ব্যাংকের ঋণের সুদহার বেড়ে যাওয়ায় মানুষ এখন ঋণ নিয়ে বাড়ি করা কমিয়ে দিয়েছে। আমরা আর্কিটেকচারাল পণ্য ও বড় সাইজের পণ্যগুলো তৈরি করি, যেসব পণ্য অন্যান্য কোম্পানি তৈরি করতে পারে না। আমাদের এসব পণ্যের চাহিদা সবচেয়ে বেশি।

প্রথম আলো:

পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতার মুখে পড়ছেন, সেগুলো থেকে বের হতে কী কী সুপারিশ করবেন?

সাধন কুমার দে: প্রথমে গ্যাসের সমস্যার সমাধান করা, গ্যাসের নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে হবে। ব্যাংকের ফাইন্যান্সিং পলিসি ব্যবসাবান্ধব করতে হবে, ব্যাংক টু ব্যাংকের প্রতিযোগিতা কমিয়ে নিয়ে এসে এই পলিসি ব্যবসাবান্ধব করতে হবে।

প্রথম আলো:

বাজারে কি টাইলস ও স্যানিটারি পণ্যের চাহিদা কমে গেছে?

সাধন কুমার দে: পণ্যের চাহিদা কমেনি কিন্তু মানুষ এখন হয়তো অ্যাফোর্ড করতে পারছে না। বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, নির্মাণকাজ সব সময় চলমান রয়েছে। তাই টাইলস ও স্যানিটারি পণ্যের চাহিদা সব সময়ই রয়েছে।

প্রথম আলো:

আরএকে সিরামিকস সামনের দিনে কী কী পরিকল্পনা করছে?

সাধন কুমার দে: সামনের দিনে আমাদের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে পণ্যের উৎপাদন আরও বেশি বাড়ানো, পণ্য উৎপাদনের জন্য আমাদের আরেকটা বৃহৎ যে টাইলস প্ল্যান্ট অনুমোদন হয়ে গেছে, সেটার কাজ শিগগিরই শুরু হবে।

প্রথম আলো:

পরিবেশবান্ধব কোনো পণ্যের পরিকল্পনা আছে কি না?

সাধন কুমার দে: আমাদের পণ্য উৎপাদন প্রক্রিয়া এমনভাবে করা, যাতে কাঁচামাল পুনর্ব্যবহার করি। আমরা অনেক আগে থেকে উৎপাদনের বর্জ্যগুলো পুনরায় পণ্য উৎপাদনের কাজে ব্যবহার করছি। আমাদের বর্জ্যের ৯৫-৯৮% পুনরায় পণ্য উৎপাদনে ব্যবহৃত হচ্ছে।