দেড় লাখ টাকার নিচে নামল সোনার ভরি
দেশের বাজারে সোনার দাম কমেছে। এ দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা দাম কমানো হয়েছে। এর ফলে দেড় লাখ টাকার নিচে নেমে এসেছে সোনার ভরি। দাম কমানোর পরে ভালো মানের এক ভরি তথা ২২ ক্যারেট সোনার দাম হবে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। আগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর হবে।
এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে প্রতি ভরি সোনার দাম কমে হয় ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা। এর আগে ২০ ফেব্রুয়ারি সোনার দাম বাড়িয়ে প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা করা হয়েছিল। দেশের বাজারে সেটিই ছিল সোনার এ যাবৎকালের সর্বোচ্চ দাম।
নতুন দাম অনুযায়ী আগামীকাল রোববার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৪১ হাজার ৬০১ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২১ হাজার ৩৭৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হবে ৯৯ হাজার ৮৯১ টাকা।
আজ শনিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৪ হাজার ৯৭ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৩ হাজার ৫১০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ১ হাজার ৭২২ টাকায় বিক্রি হয়েছে।
আগামীকাল রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ২ হাজার ৬২৪ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ১৩৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৮৩১ টাকা দাম কমবে।