ড্যাপ বাতিলের দাবিতে রাজউক ঘেরাও
নতুন ড্যাপ বা ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা বাতিল ও ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ পুনর্বহালের দাবিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয় ঘেরাও করা হয়েছে। ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের নামে একটি সংগঠনের ব্যানারে আজ মঙ্গলবার এই কর্মসূচি পালন করা হয়।
রাজউকের প্রধান কার্যালয়ের মূল ফটকের সামনের সড়কে সকাল ১০টার দিকে নতুন ড্যাপ বাতিল ও পুরোনো ইমারত নির্মাণ বিধিমালা পুনর্বহালের দাবিতে সংগঠনটির ব্যানারে আন্দোলনকারীরা অবস্থান নেন। তাঁরা ‘পাশের বাড়ি ১০ তলা আমার কেন ৫ তলা’, ‘বৈষম্যমূলক ড্যাপ বাতিল চাই’ ইত্যাদি স্লোগান দেন। ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘেরাও কর্মসূচি পালনের বিষয়টি জানায়।
সাত কর্মদিবসের মধ্যে ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ পুনর্বহালের দাবি জানান ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক দেওয়ান এম এ সাজ্জাদ। তিনি বলেন, নতুন ড্যাপ কৃষিজমি ও জলাধার ধ্বংস করে পরিবেশের বিপর্যয় ডেকে আনবে।
ভূমিমালিক আমিনুর রহমান বলেন, পতিত সরকারের কিছু দোসরের প্রেসক্রিপশনে গণপূর্ত মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তড়িঘড়ি করে দেশের স্বার্থবিরোধী বেআইনি ড্যাপ ২০২২-২০৩৫ প্রকাশ করা হয়। এর ফলে নগরবাসীর মধ্যে ভবন নির্মাণের ক্ষেত্রে সৃষ্টি করা হয় চরম বৈষম্য। এতে কৃষিজমি ও বন্যাপ্রবাহ এলাকা দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে।