সোনার দাম ভরিতে বাড়ছে ১,১৫৫ টাকা

সোনার অলংকারফাইল ছবি: প্রথম আলো

দেশের বাজারে সোনার দাম বেড়েছে। নতুন বছরে এই প্রথম সোনার দাম বাড়ল। এবারে ভরিতে দাম বাড়ছে সর্বোচ্চ ১ হাজার ১৫৫ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। নতুন এই দর আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত ২৯ ডিসেম্বর সোনার দাম কমানো হয়েছিল।

আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৪৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৮০৫ টাকা বাড়বে।

নতুন দর অনুযায়ী, কাল বৃহস্পতিবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকায় বিক্রি হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৩ হাজার ৬৭৪ টাকা।

আজ বুধবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩২ হাজার ২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯২ হাজার ৮৬৯ টাকায় বিক্রি হয়েছে।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকবে।