রাজশাহীতে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে করোনার আগে কেকের ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেছিলেন ফারজানা নাসরিন। তাতে খুব একটা ভালো করতে পারেননি। করোনার মধ্যে ছেলের পড়াশোনার সুবাধে রাজশাহী শহরে আসেন। মেয়েদের নানা পোশাকে ব্লক করে আশপাশের মানুষের কাছেই বিক্রি শুরু করেন। বেচাবিক্রি বৃদ্ধি পাওয়ায় তাঁর সাহস বেড়ে যায়। মাথায় নতুন চিন্তাভাবনা ঘুরপাক খায়। অবশেষে ফেসবুক পেজ খুলে গত ডিসেম্বর থেকে পণ্য বিক্রি শুরু করেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলায় এসব তথ্য জানান ফারজানা নাসরিন। মেলায় তাঁর বুটিক হাউস ‘ঘরকুনো’ অংশ নিয়েছে। তাঁর মতো অন্তত ৩০ জন নারী উদ্যোক্তা প্রথমবারের মতো মেলায় স্টল নিয়েছেন।

আজ রোববার বিকেলে রাজশাহী কলেজমাঠে মেলার উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে মেলা।

অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী, বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বিসিক সূত্রে জানা গেছে, ১০ দিনের এই মেলায়  বিভিন্ন পণ্যের উদ্যোক্তারা ৭৫টি স্টলে অংশ নিয়েছেন। তাঁরা বিসিকে শিল্প নিবন্ধনধারী। মেলায় অন্তত ৩০ জন নতুন উদ্যোক্তা প্রথমবারের মতো অংশ নিয়েছেন। মেলা প্রতিদিন বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় ক্রাফট ওয়ার্কস নামে একটি প্রতিষ্ঠান নানা ধরনের  হ্যান্ডক্র্যাফট নিয়ে এসেছে। স্টলটিতে এর উদ্যোক্তা জারিন তাসনিম জানান, তাঁরা ফেসবুক পেজসহ অনলাইনে পণ্য বিক্রি করে থাকেন। এবার তাঁরা মেলায় সরাসরি নিজেদের পণ্য প্রদর্শন করছেন।

বিভিন্ন ধরনের পিঠা, কেক, মিষ্টি নিয়ে এসেছেন উদ্যোক্তা মহসিনা আখতার। পদ্মা পাতা বুটিকের মালিক মৌসুমী আক্তার জানান, এই মেলা তাঁদের ক্রেতাদের কাছে নিয়ে টানতে সহযোগিতা করছে।