কারখানার নিরাপত্তায় ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান এফবিসিসিআইয়ের
ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রসমাজকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
এ বিষয়ে এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলমের পক্ষে আজ বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপে একটি বিবৃতি পাঠিয়েছেন সংগঠনটির কর্মকর্তারা। এতে বলা হয়, বাংলাদেশের তরুণ ছাত্র-জনতার হাতে গত কয়েক দিনে এক অভাবনীয় বিপ্লব সাধিত হয়েছে। এই বিপ্লবের ফলে ছাত্র-জনতার মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইতিহাসের এই সন্ধিক্ষণে ছাত্র-জনতা একটি নিরাপদ, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। এই অর্জনের মধ্যেও কিছু দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী বিভিন্ন স্থানে জনগণের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান ও কলকারখানায় হামলা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের ঘৃণিত কাজের হোতাদের ধিক্কার জানাচ্ছে ব্যবসায়ী সমাজ।
এফবিসিসিআই সভাপতি বলেছেন, ব্যবসায়ী সমাজ আশান্বিত যে এই নৈরাজ্য দমনে বাংলাদেশের সাহসী ছাত্রসমাজ পরিশ্রম করে যাচ্ছে। তারা ইতিমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার–পরিচ্ছন্নতাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বাজার মনিটরিং করছে। এতে সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মাহবুবুল আলম আরও বলেন, কয়েকটি শিল্পাঞ্চলে মালিক ও কর্মীদের মধ্যে এখনো আতঙ্ক রয়ে গেছে। এমতাবস্থায় ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্রসমাজকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এফবিসিসিআই।