ঈদের সরকারি ছুটির আগেই শ্রমিকের বেতন-ভাতা দেওয়ার নির্দেশনা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭৭তম সভায় সভাপতিত্ব করেন শ্রমপ্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী। সচিবালয়ে আজ বুধবারছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরু হওয়ার আগেই তৈরি পোশাকসহ সব খাতের শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করতে মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই তথ্য জানিয়ে শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, মালিকপক্ষ সরকারের নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করবে বলেও আশ্বস্ত করেছে।

সচিবালয়ে আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭৭তম সভায় এসব কথা বলেন শ্রমপ্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন শ্রমসচিব মো. মাহবুব হোসেন, শ্রম অধিদপ্তরে মহাপরিচালক মো. তরিকুল আলম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি আরদাশীর কবির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ বাদল প্রমুখ। শ্রম মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সভা চলাকালে এক ব্রিফিংয়ে শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, মালিক-শ্রমিক উভয়ের মধ্যে আলোচনা ও সম্মতির ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দেওয়া হবে। কোনো ক্রমেই ঈদের ছুটি সরকারি ছুটির কম হবে না। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না।