দেশের আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অব অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) আগামী ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নির্বাচন কমিশন গঠনে সংগঠনের গঠনতন্ত্র মানা হয়নি—এমন অভিযোগ তুলে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কাছে অভিযোগ দিয়েছে রিহ্যাবের একটি পক্ষ।

বাণিজ্য মন্ত্রণালয়ে ১০ আগস্ট অভিযোগটি দিয়েছেন হ্যাভেলি প্রোপার্টি ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। তিনি দাবি করেন, রিহ্যাবের গঠনতন্ত্রের দুইটি ধারা লঙ্ঘন করে গোপনে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচনী কার্যালয়ে বহিরাগত ব্যক্তিদের মহড়ার কারণে নির্বাচনসংক্রান্ত কাজে যাওয়া সাধারণ সদস্যদের জন্য হুমকিস্বরূপ। তাই নিরপেক্ষ নির্বাচনের জন্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন এম এ আউয়াল।

রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদ সরকার তারিকুল আলমকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করে। সেই নির্বাচন বোর্ড গত ২০ জুলাই রিহ্যাবের পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হ্যাভেলি প্রোপার্টি ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক এম এ আউয়াল প্রথম আলোকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সদস্যদের দিয়ে নির্বাচন বোর্ড গঠন করার বিধান থাকলেও বর্তমান পরিচালনা পর্ষদ তা করেনি। এমনকি সদস্যরা যদি রাজি না হন, তাহলে তাঁদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে সংগঠনের বাইরের লোকজনকে নিয়ে নির্বাচন বোর্ড করা যায়। এ বিধানটিও পরিপালন করেনি পর্ষদ।

এম এ আউয়াল আরও বলেন, গত কয়েকটি মেয়াদে কোনোপ্রকার ভোট ছাড়া সমঝোতার ভিত্তিতে পর্ষদ গঠন করা হয়েছে। এবারও তা-ই করার চেষ্টা চলছে। তবে রিহ্যাবের অধিকাংশ সদস্য ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে চান।

শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর শামসুল আলামিন ২০১৪ সাল থেকে টানা চার মেয়াদে রিহ্যাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালের নির্বাচনে ২৪ পদের বিপরীতে সমানসংখ্যক পদে প্রার্থী থাকায় ভোট হয়নি। পরের তিনটি মেয়াদেও সমঝোতার ভিত্তিতে কমিটি হয়েছে।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করলে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন প্রথম আলোকে বলেন, গঠনতন্ত্র মেনে সাধারণ সদস্যদের অবহিত করেই সংগঠনের বাইরের লোকজনকে নিয়ে নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। একটি নিরপেক্ষ নির্বাচন বোর্ড গঠন করতেই পরিচালনা পর্ষদ এমন সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই সিদ্ধান্তটি পর্ষদ সভায় চূড়ান্ত করা হয়। আগামী মেয়াদের পর্ষদের নির্বাচন হবে না এমন কথা যাঁরা ছড়াচ্ছেন, তাঁরা অপপ্রচার করছেন বলে মন্তব্য করেন তিনি।