পঞ্চগড়ে চায়ের পূর্ণাঙ্গ নিলাম, বিক্রি হলো সাড়ে ৮৬ হাজার কেজি চা

চা-বাগানে
ফাইল ছবি

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রে পূর্ণাঙ্গ নিলাম অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার। পঞ্চগড় চেম্বার মিলনায়তনে অনলাইনে চায়ের এ নিলাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম অনলাইনে যুক্ত হয়ে এই নিলাম তদারকি করেন। এর আগে ২ সেপ্টেম্বর এ নিলাম কেন্দ্রের উদ্বোধন করা হয়।


স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালনায় উত্তরাঞ্চলের তিনজন ব্রোকার এবং প্রায় ২৫ ক্রেতা নিলামে অংশ নেন। প্রথম দিনে উত্তরাঞ্চলের বিভিন্ন চা প্রক্রিয়াকরণ কারখানায় উৎপাদিত ১ লাখ ১৩ হাজার কেজি চা নিলামে বিক্রির জন্য তোলা হয়। তবে বিক্রি হয়েছে ৮৬ হাজার ৫০৮ কেজি চা। প্রতি কেজি চায়ের গড় বিক্রয়মূল্য ছিল ১৩২ দশমিক ৪৮ টাকা। নিলামে পঞ্চগড়ের এমএম টি এস্টেটের প্রতি কেজি তৈরি চা সর্বোচ্চ ২১২ টাকায় বিক্রি হয়। এ ছাড়া মলি টি ইন্ডাস্ট্রির প্রতি কেজি চা সর্বনিম্ন ১০২ টাকায় বিক্রি হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর টি সেলস কো-অর্ডিনেশন কমিটির সভায় পঞ্চগড় নিলাম কেন্দ্রের জন্য চলতি মৌসুমে মোট ১২টি নিলামের তারিখ ও সময় নির্ধারণ করে চা বোর্ড। ১৮ অক্টোবর এ নিলাম কেন্দ্রে দ্বিতীয় নিলাম অনুষ্ঠিত হবে।


২ সেপ্টেম্বর পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ওই দিন আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সীমিত পরিসরে সুপ্রিম টি লিমিটেড নামের একটি কারখানার চা নিলামে তোলা হয়। নিলামে ১৫ ক্রেতা অংশ নেন। ওই দিন নিলামের সময় নির্ধারিত ছিল দুই মিনিট। নির্ধারিত সময়ের মধ্যে চৌধুরী এন্টারপ্রাইজ নামের এক ক্রেতা প্রতি কেজি চা সর্বোচ্চ ৫৪৩ টাকা দর প্রস্তাব করে কিনে নেন।