অভিযান চালিয়ে অবৈধ সয়াবিন তেল জব্দ করেছে বিএসটিআই, কারখানা সিলগালা
রাজধানীর ডেমরায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সয়াবিন ও পাম তেল জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অবৈধ প্রক্রিয়ায় তেল উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে প্রতিষ্ঠানটিকে সিলগালা ও দুই লাখ টাকা জরিমানা করা হয়ছে।
বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, পবিত্র রমজান মাস সামনে রেখে অবৈধ ও ভেজালকারীরা সক্রিয় হয়ে উঠছে। সে রকমই ডেমরার আমুলিয়া মডেল টাউনের আল আকসা গুড ফুড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অবৈধ প্রক্রিয়ায় ফর্টিফায়েড সয়াবিন তেল ও ফর্টিফায়েড পাম তেল বানাচ্ছিল। এই খবর পেয়ে আজ সোমবার সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিএসটিআই। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা। অভিযানের সময় প্রতিষ্ঠানটি থেকে কয়েক শ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়।
বিএসটিআই জানায়, আল আকসা গুড ফুড নামের প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া আফান ব্র্যান্ড নামে ফর্টিফায়েড সয়াবিন ও পাম তেল বোতলজাত করছিল। প্রতিষ্ঠানটি অবৈধভাবে পণ্যের মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্ন ও ভুয়া কিউআর কোড ব্যবহার করে এসব পণ্য বিক্রি ও বাজারজাত করে আসছে। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ ভোজ্যতেলের মজুত পাওয়া যায়।
অবৈধ প্রক্রিয়ায় সয়াবিন ও পাম তেল বাজারজাতকরণের দায়ে আল আকসা গুড ফুডকে দুই লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সিলগালাও করা হয়েছে বলে জানায় বিএসটিআই।
এ বিষয়ে বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, ‘একধরনের অসাধু ব্যবসায়ী পবিত্র রমজান সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে। আমরাও তাদের বিষয়ে সজাগ রয়েছি; প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।’ তিনি নকল ও ভেজাল এড়াতে পণ্যের মোড়কে বিএসটিআইয়ের দেওয়া কিউআর কোড স্ক্যান করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন সম্পর্কে নিশ্চিত হয়ে পণ্য কেনার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান।