এয়ার পিউরিফায়ারে আমদানি শুল্ক কমাল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনফাইল ছবি

যাঁরা ঘর কিংবা অফিসে বায়ুদূষণ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, তাঁদের জন্য একটি সুখবর দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সুখবরটি হলো এয়ার পিউরিফায়ার বা বায়ু বিশুদ্ধকরণ যন্ত্র আমদানির ওপর শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে এনবিআর। অর্থাৎ যন্ত্রটি আমদানিতে শুল্কহার ১৫ শতাংশ কমেছে।

এনবিআর আজ সোমবার প্রজ্ঞাপন জারি করে এয়ার পিউরিফায়ারের আমদানি শুল্ক কমিয়েছে। একই সঙ্গে পণ্যটি আমদানিতে আরোপিত নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং আগাম কর থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাস্টমস আইন, ২০২৩–এর ধারা ২৫–এর উপধারা (১), মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের ক্ষমতাবলে এবং জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এয়ার পিউরিফায়ার এমন একটি ইলেকট্রনিক পণ্য, যা ঘর বা অফিসে বাতাস থেকে দূষিত পদার্থগুলো সরিয়ে দেয়। দেশি-বিদেশি জনপ্রিয় ইলেকট্রনিক পণ্যের ব্র্যান্ডগুলো এই পণ্য উৎপাদন করে থাকে।