ঘোষিত মজুরি পুনর্বিবেচনা ও গ্রেপ্তার হওয়া শ্রমিকদের মুক্তিসহ আট দাবি আইবিসির
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি পুনর্বিবেচনা, গণহারে শ্রমিক ও শ্রমিকনেতাদের গ্রেপ্তার এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল। সেই সঙ্গে সব মামলা প্রত্যাহার করে গ্রেপ্তার হওয়া শ্রমিক ও শ্রমিকনেতাদের মুক্তি এবং মজুরি বাড়ানোর আন্দোলনের পর শ্রমিকদের কালোতালিকাভুক্ত না করাসহ আট দফা তুলে ধরেছে সংগঠনটি।
শ্রমিক সংগঠনগুলোর আন্তর্জাতিক জোট ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) নেতারা বুধবার এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আমিরুল হক, কেন্দ্রীয় নেতা আবুল আকতার, তৌহিদুর রহমান, রুহুল আমিন, চায়না রহমান প্রমুখ।
নিম্নতম মজুরি বোর্ড সম্প্রতি পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করে। এই মজুরি পুনর্বিবেচনার দাবি জানান আইবিসির নেতারা। তাঁরা বলেন, মোট মজুরির মধ্যে মূল বেতন ৫৬ শতাংশ থেকে কমপক্ষে ৬০ শতাংশ করতে হবে। খসড়া মজুরি ১ থেকে ৪ নম্বর গ্রেডের প্রতিটির মধ্যে ২০১৮ সালে পার্থক্য ৫ শতাংশ থাকলেও এবার কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। এই গ্রেডগুলোর মজুরি বাড়াতে হবে।
আইবিসির নেতারা চারজন শ্রমিক নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
সংগঠনটির নেতারা বলেন, শ্রমিক আন্দোলনের একপর্যায়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সিদ্ধান্তে গাজীপুর, আশুলিয়া ও মিরপুর এলাকার কারখানাগুলো শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ করে দেওয়া হয়। কারখানার ফটকে শ্রমিক নিয়োগ বন্ধের নোটিশ টাঙিয়ে মামলা করা শুরু করেন শিল্পমালিকেরা। ইতিমধ্যে গাজীপুর ও আশুলিয়ায় ৪৩টি মামলা হয়েছে। এসব মামলায় শতাধিক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া শ্রমিক ও শ্রমিকনেতাদের মুক্তির দাবি জানিয়ে আইবিসির নেতারা বলেন, ইতিমধ্যে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একতা গার্মেন্টস ফেডারেশনের চারজনসহ স্থানীয় পর্যায়ের ছয়জন শ্রমিকনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।