‘ডলারকে রাখিমালের ব্যবসা বানিয়ে ফেলেছে ব্যাংকগুলো’

ডলার
ছবি: সংগৃহীত

ডলার-সংকটের জন্য ব্যাংকগুলোর অতি মুনাফার দিকে আবারও আঙুল তুললেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

জসিম উদ্দিন বলেছেন, দেশের ব্যাংকগুলোর মধ্যে শৃঙ্খলা নেই। যার কারণে আজকে তারা ডলার নিয়ে যা ইচ্ছা তা–ই করছে। ডলারকে রাখিমালের ব্যবসা বানিয়ে ফেলেছে ব্যাংকগুলো। আপনি পণ্য কিনে রাখবেন। তারপর পণ্যের দাম বাড়লে বাড়তি মুনাফায় তা বিক্রি করবেন। ডলারকে সে অবস্থায় নিয়ে গেছে ব্যাংকগুলো। বর্তমান পরিস্থিতিতে ডলারপ্রতি মুনাফার পরিমাণ ১-২ টাকা বেঁধে দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানান তিনি।

এফবিসিসিআইয়ের আয়োজনে ‘বঙ্গবন্ধুর এসএমই উন্নয়ন–ভাবনা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারে গতকাল রোববার এসব কথা বলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মন্ত্রী বলেন, শুধু মুনাফা করা ব্যাংকের কাজ নয়। তাদের অবশ্যই জাতীয় দায়িত্বও পালন করতে হবে।

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিশ্বব্যাংকের হিসাবে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) ঋণের সম্ভাব্য বাজার ২৬ হাজার ৬০০ কোটি টাকা। তবে ব্যাংকের ঋণকাঠামোতে এসএমই খাত বরাবরই অবহেলিত। বিশাল এই লাভজনক খাতে ব্যাংকগুলো নজর দিচ্ছে না।

এসএমই খাতের অর্থায়ন নিশ্চিত করতে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে উপজেলা পর্যায়ে বিসিক শিল্পনগরী স্থাপন ও অর্থনৈতিক অঞ্চলে এসএমইদের জন্য প্লট বরাদ্দের আহ্বান জানান তিনি।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।