বাংলাদেশে ব্যবসা বাড়াতে চায় ওয়াইকেকে গ্রুপ

বিজিএমইএর সভাপতি এস এম মান্নানের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াইকেকে গ্রুপের চেয়ারম্যান মাসায়ুকি সারুমারু। আজ ঢাকার উত্তরায় বিজিএমইএ কার্যালয়েছবি: সংগৃহীত

বাংলাদেশে ব্যবসা আরও বাড়াতে চায় জাপানভিত্তিক বিশ্বের বৃহত্তম বহুজাতিক জিপার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়াইকেকে গ্রুপ।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি এস এম মান্নানের সঙ্গে সাক্ষাতের সময় এমনটা জানিয়েছেন ওয়াইকেকে গ্রুপের চেয়ারম্যান মাসায়ুকি সারুমারু। তাঁর নেতৃত্বে ওয়াইকেকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ বুধবার বিজিএমইএ কার্যালয়ে সংগঠনের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ওয়াইকেকে গ্রুপের চেয়ারম্যান মাসায়ুকি সারুমারু বলেন, বৈশ্বিক পোশাক–বাজারে বাংলাদেশের আরও হিস্যা নেওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য ওয়াইকেকে বাংলাদেশের পোশাকশিল্পে আরও বিনিয়োগ করতে আগ্রহী। তিনি আরও বলেন, ওয়াইকেকে গ্রুপ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য আরও কাজ করতে আগ্রহী। সে কারণে গ্রুপটি বাংলাদেশে ব্যবসা আরও বাড়াতে চায়।

ওয়াইকেকে প্রতিনিধিদলে ছিলেন গ্রুপ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কোইচি মাতসুশিমা, ওয়াইকেকে হোল্ডিং এশিয়ার প্রেসিডেন্ট কোসুকি মিমি, ওয়াইকেকে বাংলাদেশ পিটিইর ব্যবস্থাপনা পরিচালক জিন দেগুচি, ওয়াইকেকে বাংলাদেশ পিটিইর ভাইস প্রেসিডেন্ট মনির উদ্দিন।

অন্যদিকে বিজিএমইএর পক্ষে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি আরশাদ জামাল, মো. নাসির উদ্দিন, আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক আশিকুর রহমান, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, সাবেক পরিচালক সাজ্জাদুর রহমান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজিএমইএর সভাপতি এস এম মান্নান বলেন, ওয়াইকেকে জিপার বাংলাদেশের পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অংশীজন। বিজিএমইএ ও ওয়াইকেকে জিপার একসঙ্গে কাজ করে বাংলাদেশের পোশাকশিল্পকে আরও এগিয়ে নিতে পারে।