বাপার দ্বিবার্ষিক নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেল জয়ী

বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২০২৩-২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে জয়ী প্যানেল

বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২০২৩-২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর নেতৃত্বাধীন ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।

আজ শনিবার রাজধানীর ইস্কাটনে অবস্থিত লেডিস ক্লাবে ১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঐক্য পরিষদ ও সর্বজনীন ব্যবসায়ী পরিষদ—এ দুটি প্যানেলের ১৫ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া দুজন স্বতন্ত্র প্রার্থীও ছিলেন। নির্বাচনে ২৩৮ ভোটারের মধ্যে ২০৯ জন ভোট দিয়েছেন।

বাপার নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ। এ ছাড়া উপসচিব সোহেল রহমান ও সেলিম হোসেন নির্বাচন বোর্ডের সদস্য ছিলেন।

আগামী সোমবার কার্যনির্বাহী পদে বিজয়ী প্রার্থীরা ভোটের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। কমিটিতে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ—এই পাঁচ পদে নেতা নির্বাচন করা হবে। এ ছাড়া আজকে নির্বাচিত বাকি ১০ জন কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে থাকবেন।

বাপার দ্বিবার্ষিক নির্বাচনে ঐক্য পরিষদ থেকে জয়ী প্রার্থীরা হলেন—অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, আহমেদ ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ আহমেদ, হাসেম ফুডসের এমডি মো. আবুল হাসেম, আল-আজমী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. তাফহীম আল-আজমী, আহমেদ অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. ইকতাদুল হক, মেরিডিয়ান ফুডসের চেয়ারম্যান কোহিনুর কামাল ও বনফুল অ্যান্ড কোম্পানির এমডি মো. শহীদুল ইসলাম।

এ ছাড়া এলিন ফুড প্রোডাক্টসের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল মাজেদ, থাই ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী মাইকেল দে, স্টার লাইন ফুড প্রোডাক্টসের পরিচালক মো. মাঈন উদ্দিন, কে এন অ্যাগ্রো প্রসেসরের অংশীদারি মালিক নাজমুল হক, ফাহমিদা কনজ্যুমার প্রোডাক্টসের স্বত্বাধিকারী মোহাম্মদ আল এমরান, নওশিন অ্যাগ্রো অ্যান্ড ফ্রোজেন ফুড প্রসেসরের স্বত্বাধিকারী হাজী নুর এ আলম দেওয়ান, অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান ও নাসা অ্যাগ্রো ফুড প্রসেস ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী সৈয়দ মো. মোস্তফা বিজয়ী হয়েছেন।