পুরোনো গাড়ি বদলে মিলবে হুন্দাইয়ের নতুন গাড়ি

পুরোনো গাড়ি বদলে হুন্দাই নতুন গাড়ি এক্সচেঞ্জ সুবিধা চালু উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন হুন্দাই গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসসিম দায়ান
ছবি : বিজ্ঞপ্তি

বাংলাদেশে প্রথমবারের মতো ‘হুন্দাই এক্সচেঞ্জ প্রোগ্রাম’ চালু করছে ফেয়ার টেকনোলজি লিমিটেড (এফটিএল)। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকার তেজগাঁও লিংক রোডের হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জানানো হয়, ক্রেতাদের এক্সচেঞ্জ সুবিধা দিতে ১৫ ও ১৬ সেপ্টেম্বর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘হুন্দাই এক্সচেঞ্জ ফেয়ার’ অনুষ্ঠিত হবে। আগামী অক্টোবর ও নভেম্বরের মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে আরও দুটি এক্সচেঞ্জ ফেয়ার আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে ফেয়ার টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসসিম দায়ান বলেন, ‘দেশের মানুষকে তাঁদের ব্যবহৃত যেকোনো ব্র্যান্ডের পুরোনো গাড়ি বদলে নতুন হুন্দাই গাড়ি কেনার সুযোগ করে দিতে আমরা এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করেছি। গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মানের অভাবনীয় উন্নতি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে হুন্দাই এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে নতুন গাড়ি কেনার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। ব্যবহৃত পুরোনো গাড়ি আমাদের ঘনবসতিপূর্ণ রাজধানীতে বায়ুদূষণ বাড়াচ্ছে এবং জনস্বাস্থ্যের ক্ষতি করছে। কার্বন নিঃসরণের মাত্রা কমাতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত গাড়ি ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া জরুরি। আমাদের বিশ্বাস, সেই সুযোগ সৃষ্টি করে হুন্দাই এক্সচেঞ্জ প্রোগ্রাম ঢাকাকে বসবাসের আরও উপযোগী করতে উল্লেখযোগ্য অবদান রাখবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশনস হাসনাইন খুরশেদ, ক্যাম্পেইন সম্পর্কে উপস্থাপনা তুলে ধরেন হেড অব সেলস আবু নাসের মাহমুদ ও ফেয়ার টেকনোলজির বিপণন ব্যবস্থাপক মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ। অংশীজনদের মধ্যে বক্তব্য দেন সিক্রেট রেসিপির বিজনেস হেড কে এস এম মহিতুল বারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেয়ার গ্রুপের বিপণন বিভাগের প্রধান জে এম তসলীম কবির।

এক্সচেঞ্জ প্রোগ্রামের মূল প্রতিপাদ্য ‘বাই ব্র্যান্ড নিউ স্মার্টলি’। এই প্রোগ্রামের সঙ্গে নিবন্ধিত হুন্দাই গাড়ির ক্রেতারা তাঁদের ব্যবহৃত গাড়িটির ভালো দামের পাশাপাশি ব্র্যান্ড নিউ হুন্দাই গাড়িতে সর্বোচ্চ দুই লাখ টাকার বিভিন্ন আকর্ষণীয় অফার ও সুবিধা পাবেন।

হুন্দাই এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের ব্যবহৃত গাড়ির নিবন্ধিত গ্রাহক এবং তালিকাভুক্ত হুন্দাই ক্রেতা উভয়ই নির্দিষ্ট ব্যাংক থেকে তিন কার্যদিবসের মধ্যে গাড়ির ঋণ নিতে পারবেন। হুন্দাই এক্সচেঞ্জ প্রোগ্রামের সহযোগী এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইনস, সিক্রেট রেসিপি ও মিডিয়া পার্টনার আরটিভি।