৫০০ পণ্যে বিশেষ মূল্যছাড় দিচ্ছে ডেইলি শপিং

রাজধানীর শান্তিনগরে ডেইলি শপিংয়ের বিক্রয়কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। আজ সোমবারছবি: সংগৃহীত

বিশ্ব ভোক্তা অধিকার দিবস ও রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পাঁচ শতাধিক পণ্যে বিশেষ মূল্যছাড় দিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপের খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ‘ডেইলি শপিং’। বিশেষ এ মূল্যছাড় চলবে ৩১ মার্চ পর্যন্ত।  

আজ সোমবার রাজধানীর শান্তিনগরে ডেইলি শপিংয়ের বিক্রয়কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল্যছাড়ের আওতায় ক্রেতারা ছোলা, বেসন, খেজুর, পাউডার ড্রিংক, চিড়া, মুড়ি, তেল, মসলা, নুডলস, বেভারেজ ও ট্রয়লেট্রিজ পণ্য কিনতে পারবেন। এ ছাড়া ‘একটি কিনলে একটি’ কিংবা ‘দুটি কিনলে একটি ফ্রি’–এর মতো বিভিন্ন অফারও থাকছে।  

রাজধানীর শান্তিনগরে ডেইলি শপিংয়ের বিক্রয়কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। আজ সোমবার
ছবি: সংগৃহীত

ডেইলি শপিংয়ের বিপণন প্রধান ওমর ফারুক বলেন, ‘ভোক্তারা যেন সাশ্রয়ী দামে ও বিশেষ মূল্যছাড়ে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি।’

ক্রেতারা ডেইলি শপিংয়ের ওয়েবসাইট বা ফোনকলের মাধ্যমেও এসব পণ্যের ক্রয়াদেশ (অর্ডার) দিতে পারবেন। এর মাধ্যমে বিক্রয়কেন্দ্র থেকে নির্ধারিত অফারের পণ্য দ্রুততম সময়ের মধ্যে ক্রেতার ঠিকানায় সরবরাহ (হোম ডেলিভারি) করা হবে।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৭০টি বিক্রয়কেন্দ্র রয়েছে।