এনবিআরের কাছে দ্রুত ও ঝামেলামুক্ত সেবা চাইলেন বিজিএমইএর সভাপতি

পোশাকশিল্প
ফাইল ছবি: প্রথম আলো

তৈরি পোশাক রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দ্রুত ও ঝামেলামুক্ত সেবা চাইলেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

এনবিআর কার্যালয়ে আজ বুধবার এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে বৈঠকে করে এ অনুরোধ জানান বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. মুনির হোসেন।

বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বিজিএমইএর সভাপতি।

বিজিএমইএর সভাপতি বলেন, বৈশ্বিক বাজারে পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে সহজ ও দ্রুততম সময়ে ব্যবসায়িক প্রক্রিয়া ও পরিষেবা নিশ্চিত করতে হবে। কারণ, উচ্চ মূল্যের পোশাক সরবরাহে লিড টাইম তুলনামূলক কম (পণ্য উৎপাদন থেকে জাহাজীকরণ পর্যন্ত)। কম লিড টাইমে পোশাক সরবরাহের চাহিদা ক্রমবর্ধমানভাবে বাড়ছে।

এনবিআরের কাছে দ্রুত ও ঝামেলামুক্ত সেবা চেয়ে ফারুক হাসান বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতা ও রপ্তানি প্রবৃদ্ধির গতি বজায় রাখতে এনবিআরের প্রয়োজনীয় সহায়তা অপরিহার্য। তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের জন্য সুযোগের পাশাপাশি চ্যালেঞ্জ, বিশেষ করে শুল্ককাঠামোর পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন ধরনের বাস্তবতা নিয়ে আসছে। এ সময় শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে বাংলাদেশকে কৌশলগত পদক্ষেপ নিতে হবে।

পোশাক রপ্তানিকারকদের বর্তমান চ্যালেঞ্জ সমাধানে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এনবিআরের সদস্য মো. মাসুদ সাদিকের সঙ্গেও বৈঠক করেন।