১৩টি তারকা হোটেল পেল সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড

দেশের ১৩টি তারকা হোটেলকে বিভিন্ন শ্রেণিতে সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড (সাটা) দেওয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে গত রোববার এই পদক তুলে দেওয়া হয়।  যার আয়োজক ছিল বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। বিহার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক তারকামানসম্পন্ন হোটেলের প্রতিনিধিত্ব করে বিহা। এবারের অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ২৯টি আন্তর্জাতিক তারকামানসম্পন্ন হোটেলের মধ্যে বাংলাদেশের ১৩টি হোটেল বিভিন্ন শ্রেণিতে মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড পেয়েছে। বিজয়ীরা হলো র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, সায়মন বিচ রিসোর্ট, হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স।

এ ছাড়া প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা, ওয়েস্টিন ঢাকা, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল আগ্রাবাদ, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট, প্ল্যাটিনাম গ্র্যান্ড, মোমো ইন পার্ক অ্যান্ড রিসোর্ট ও  গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট।

এর বাইরে দক্ষিণ এশিয়ার সেরা মহাব্যবস্থাপক (জিএম) পুরস্কার পেয়েছেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মহাব্যবস্থাপক অশ্বানি নায়ার। আর দক্ষিণ এশিয়ার পর্যটন মুখ হিসেবে ভূষিত হয়েছেন এইচ এম হাকিম আলী।