টিপু মুনশি

পরিবহনে কমিয়ে উৎপাদন খাতে গ্যাসের সরবরাহ বাড়ানোর কথা বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেছেন, এ বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সুপারিশ করবেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গ্যাস–সংকটের কারণে শিল্প খাতে উৎপাদন উদ্বেগজনকভাবে কমছে। পণ্যের উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহে টান লেগেছে। যার ফলে পণ্যের দাম বাড়ছে। এমন পরিস্থিতিতে পরিবহন খাতে গ্যাসের সরবরাহ কমিয়ে উৎপাদন খাতে বাড়ানোর দাবি ব্যবসায়ীদের।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যবসায়ীদের এ দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, উৎপাদন খাতে এখন গ্যাসের সরবরাহ বাড়ানো যতটা জরুরি, গাড়ি ব্যবহারে ততটা গুরুত্বপূর্ণ নয়। পরিবহনে সরবরাহ কমিয়ে যদি সবকিছু নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটি বিবেচনায় নেবে। বিষয়টি নিয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয় চিন্তা করছে। তবে গ্যাসের পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায়, তাহলে আর কোনো সমস্যা নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানো এবং পরিবহনে কমানো আমাদের (বাণিজ্য মন্ত্রণালয়) দেখার বিষয় নয়। তবে আমরা ব্যবসায়ীদের দাবির সঙ্গে একমত।’ এ সময় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে বৈশ্বিক সংকটকে দায়ী করেন বাণিজ্যমন্ত্রী।