ডিএনসিসির সঙ্গে সমঝোতা, চালু হচ্ছে বনানীর হোটেল শেরাটন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে সমঝোতার ভিত্তিতে বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে রাজধানীর বনানীর হোটেল শেরাটন। বহুতল ওই ভবন নিয়ে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে ডিএনসিসির সঙ্গে সমঝোতা হয়েছে নির্মাতা প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেটের।

হোটেল শেরাটনের পক্ষে ওয়েস্টিন হোটেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হোটেল শেরাটন, ওয়েস্টিন হোটেল ও বোরাক রিয়েল এস্টেট—তিনটিই ইউনিক গ্রুপের প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের আদেশ অনুযায়ী শেয়ার বণ্টনের চুক্তি করেছে ডিএনসিসি ও বোরাক রিয়েল এস্টেট। এর মাধ্যমে হোটেল শেরাটনের অংশীদারত্ব বুঝে নিয়েছে দুই পক্ষ। এর ফলে হোটেল শেরাটন চালু হতে আর কোনো বাধা নেই।

গত সোমবার ডিএনসিসি কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে মেয়র মো. আতিকুল ইসলাম ও বোরাক রিয়েল এস্টেটের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী সমঝোতা চুক্তিতে সই করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি অনুযায়ী ২৮ তলা হোটেল শেরাটন ভবনের ২০ তলা পর্যন্ত (২০১ ফুট উচ্চতা) শেয়ার বণ্টনের কার্যক্রম চূড়ান্ত হয়েছে। পরবর্তী সময়ে ২০১ ফুটের ওপর থেকে ২৮ তলা পর্যন্ত উচ্চতার বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়া সাপেক্ষে হিস্যা বণ্টনের বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হবে।

চুক্তি অনুসারে, বর্ধিত ১৫ তলা থেকে ২৮ তলা পর্যন্ত ভবনের ৪০ শতাংশ হিস্যা পাবে ডিএনসিসি, আর বোরাক রিয়েল এস্টেট পাবে ৬০ শতাংশ। অন্যদিকে মূল নকশা অনুসারে ১৪ তলা পর্যন্ত অংশে ডিএনসিসি পাবে ৩০ শতাংশ, আর বোরাক পাবে ৭০ শতাংশ হিস্যা।

রাজধানীর অভিজাত এলাকা বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬০ কাঠা জায়গায় ২৮ তলা ভবন বানিয়েছে বোরাক রিয়েল এস্টেট লিমিটেড। সেখানে তৈরি করা হয়েছে পাঁচ তারকা হোটেল শেরাটন।

হোটেলের হিস্যা ভাগ নিয়ে ডিএনসিসি ও বোরাক রিয়েল এস্টেটের বিষয়টি আদালতে গড়ায়। সর্বশেষ গত ৯ অক্টোবর দুই পক্ষের উপস্থিতিতে আদালত বিষয়টি নিষ্পত্তির আদেশ দেন।