টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব কানাডায় দুর্ঘটনায় মারা গেছেন
তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব কানাডার একটি লেকে নৌকা দুর্ঘটনায় মারা গেছেন। একই দুর্ঘটনায় বাংলাদেশের বিমানের ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আবদুল্লাহ হিল রাকিব তৈরি পোশাকশিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি। প্রায় তিন দশক ধরে তিনি পোশাকশিল্পের সঙ্গে যুক্ত।
আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে জানান বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল।
জানতে চাইলে আবদুল্লাহ হিল রাকিবের বাল্যবন্ধু ও স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ প্রথম আলোকে বলেন, কানাডার স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে রাকিব নিজের ছেলে ও বন্ধু সাইফুজ্জামানকে সঙ্গে নিয়ে লেকে নৌকা চালাতে যান। একপর্যায়ে নৌকা উল্টে যায়। তখন ছেলে সাঁতার কেটে তীরে উঠতে পারলেও রাকিব পারেননি। সাইফুজ্জামান সাঁতার কেটে তীরের কাছাকাছি আসতে পারলেও শেষ পর্যন্ত তাঁকেও বাঁচানো যায়নি। দেড়–দুই ঘন্টা পর রাকিবের মরদেহ উদ্ধার করা হয়।
এস এম খালেদ জানান, ঈদের আগে গত বৃহস্পতিবার রাকিব ঢাকা থেকে কানাডার টরন্টোর উদ্দেশে রওনা দেন। ঈদের ছুটি কাটাতেই রাকিব ও সাইফুজ জামান পরিবার টরন্টো থেকে ১৪০ কিলোমিটার দূরে স্টারজিয়ন লেকে বেড়াতে যান।
রপ্তানিমুখী তৈরি পোশাকের পাশাপাশি টিম গ্রুপের ওষুধ, আবাসন, তথ্য–প্রযুক্তির ব্যবসা রয়েছে। তৈরি পোশাকের ব্র্যান্ড টুয়েলভ তাদের একটি সহযোগী প্রতিষ্ঠান।
আবদুল্লাহ হিল রাকিবের বড় ভাই আব্দুল্লাহ হিল নাকিব প্রথম আলোকে বলেন, ‘কানাডার আনুষ্ঠানিকতা শেষ করে আগামী বৃহস্পতিবার রাকিবের মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেবে পরিবার। শুক্রবার রাতে পৌঁছাবে। তারপর পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে শনিবার জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।’