বড় হচ্ছে পুরোনো আসবাবের বাজার, বছরে ৬০০ কোটি টাকার ব্যবসা
বাড়তি দাম ও উচ্চ মূল্যস্ফীতির চাপে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। এই বাড়তি চাপে মধ্যবিত্তদের নতুন আসবাব কেনা কিংবা বানানো সম্ভব হয়ে ওঠে না। সে জন্য বাড়ছে পুরোনো আসবাবের চাহিদা। এই চাহিদা পূরণে রাজধানীর বিভিন্ন পাড়া–মহল্লায় গড়ে উঠেছে পুরোনো আসবাবের ছোট–বড় দোকান। রাজধানীজুড়ে পুরোনো আসবাবের বড় সাতটি বাজার রয়েছে।
রাজধানীতে গড়ে উঠে আসবারের পুরোনো বাজারগুলোর মধ্যে অন্যতম—বারিধারা জে ব্লকের বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট, খিলগাঁও রেলগেট, সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি–সংলগ্ন বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, রামপুরার মীরবাগ, আজিমপুর ও পান্থপথ এলাকা। এসব বাজারে ছোট–বড় মিলিয়ে প্রায় ২৫০ থেকে ৩০০টি দোকান রয়েছে। যেখানে অর্ধেক কিংবা তারও কম দামে নানা ধরনের আসবাব বিক্রি হয়। এসব দোকানে বাসাবাড়িতে ব্যবহৃত খাট, আলমারি থেকে শুরু করে ড্রেসিং টেবিল, সোফা, শোকেস, পড়ার টেবিল, টিভি ট্রলি, কফি টেবিল, ডিভান ইত্যাদি বিক্রি হয়।
খিলগাঁওয়ের বাসিন্দা ফরিদুজ্জামান একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। সম্প্রতি তিনি বারিধারার জে ব্লকের বিসমিল্লাহ মার্কেটে এসেছিলেন পুরোনো ডাইনিং টেবিল কিনতে। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘মাসখানেক আগে এই বাজার থেকে ৫২ হাজার টাকায় এক সেট সোফা কিনেছিলাম। এখন একটা ভালো ডাইনিং টেবিল খুঁজতেছি। মন মতো পেলে বাসায় পুরোনো ডাইনিং টেবিল বিক্রি করে এখান থেকে আরেকটা কিনব।’
এ ছাড়া মোহাম্মদপুরের শেখেরটেকের জনতা হাউজিং, উত্তরার মাসকট প্লাজার আশপাশ, কচুক্ষেত এবং মিরপুর ১, ২, ১৪ নম্বরসহ বিভিন্ন এলাকার অলিগলি মিলিয়ে আরও শতাধিক পুরোনো আসবাবের দোকান রয়েছে। বেশ কয়েকজন পুরোনো আসবাব ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকায় বছরে কমবেশি ৫০০ থেকে ৬০০ কোটি টাকার বেশি পুরোনো আসবাব কেনাবেচা হয়।
পুরোনো অভিজাত আসবাব
বারিধারার জে ব্লকের ২০ নম্বর রোডের বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট ও তৎসংলগ্ন বাজারে পাওয়া যায় পুরোনো বিভিন্ন ধরনের অভিজাত আসবাব। সেখানকার ব্যবসায়ীরা জানান, এই বাজারে সাধারণ আসবাবের পাশাপাশি বিভিন্ন দূতাবাস ও রাজধানীর অভিজাত এলাকাগুলো থেকে পুরোনো আসবাব কিনে সেগুলো ঠিকঠাক করে আবার বিক্রি করা হয়।
এই বাজারের লাইসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী পারভেজ আলী বলেন, এই বাজারের বেশির ভাগ আসবাবই মানসম্পন্ন। দাম নতুনের তুলনায় ৩ ভাগের একভাগ।
১৬ বছর ধরে এই বাজারে পুরোনো আসবাবের ব্যবসা করেন খন্দকার ট্রেডার্সের স্বত্বাধিকারী খন্দকার রঞ্জু আহমেদ। তিনি বলেন, ‘ঢাকার বিভিন্ন দূতাবাসে প্রায় ১০০ থেকে ১৫০ তালিকাভুক্ত ব্যবসায়ী রয়েছে। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন দূতাবাস ও বিদেশিদের ব্যবহৃত আসবাব সংগ্রহ করি। পরে সেগুলো আবার স্থানীয়দের কাছে বিক্রি করা হয় বাজারের চেয়ে কয়েক গুণ কম দামে।
অফিসের পুরোনো আসবাব
পুরোনো অফিস আসবাবও পাওয়া যায় রাজধানীর পুরোনো আসবাবের বিভিন্ন দোকানে। তবে ব্যবহৃত অফিস আসবাব সবচেয়ে বেশি পাওয়া যায় রাজধানীর সেগুনবাগিচা ও বারিধারার মার্কেটে। এই দুই বাজারে ধরনভেদে অফিসে ব্যবহারের একেকটি চেয়ার বিক্রি হয় ২ থেকে ২০ হাজার টাকায়। এ ছাড়া অফিসের টেবিল ৫ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি হয়।
বারিধারার অফিসের পুরোনো আসবাব বিক্রেতা প্রতিষ্ঠান কবির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাকিবুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে অফিসের টেবিল, চেয়ার, রেস্টুরেন্টের সোফাসহ বিভিন্ন ধরনের আসবাব পাওয়া যায়। পুরোনো আসবাবের মধ্যে যেগুলো মান ভালো, সেগুলোরও দামও বেশি।’
অনেকেই মনে করেন, নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্তরাই পুরোনো আসবাবের প্রধান ক্রেতা। তবে ব্যবসায়ীরা বলছেন, সব শ্রেণির ক্রেতাই এ ধরনের আসবাব কেনেন। পুরোনো আসবাব ব্যবসায়ী মো. সুমন বলেন, অনেক উচ্চবিত্ত পরিবারের লোকও পুরোনো আসবাব কেনেন।
রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল মার্কেটে ২০ বছর ধরে ব্যবসা করছেন মোল্লা ফার্নিচারের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম। তিনি বলেন, পুরোনো আসবাবের মান বুঝে দাম নির্ধারণ করা হয়। ভালো কাঠের আসবাব হলে দামও একটু বেশি।
অনলাইনেও বেচাকেনা হয়
করোনার পর থেকে দেশে অনলাইনে কেনাবেচার চাহিদা বেড়েছে। ক্রেতারা চাইলে বিক্রয় ডট কম ও আজকের ডিলসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ বা পেজ থেকেও পুরোনো আসবাব কিনতে পারেন। ‘নতুন পুরাতন ফার্নিচার ক্রয় বিক্রয়’, ‘পুরাতন ফার্নিচার ক্রয়-বিক্রয় বাজার’ ও ‘ফার্নিচার মার্কেট প্লেস’ নামে বেশ কিছু ফেসবুক পেজে পুরোনো আসবাব কেনাবেচা হয়। এ ছাড়া অনেক ব্যবসায়ী ফেসবুক পেজ খুলে পুরোনো আসবাব বিক্রি করেন। ওই সব পেজে তাঁরা বিভিন্ন আসবাবের ছবি আপলোড করে রাখেন, তা দেখে ক্রেতারা অনলাইনে ক্রয়াদেশ দিতে পারেন।