গুলশানে শাখা কার্যালয় খুলছে এফবিসিসিআই

এফবিসিসিআইছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে শাখা কার্যালয় চালুর উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সংগঠনটি আশা করছে, এর মাধ্যমে ছোট পরিসরে সভা আয়োজন এবং বিদেশি বিনিয়োগকারী ও রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

এফবিসিসিআইয়ের নতুন শাখা কার্যালয়টি হবে গুলশান অ্যাভিনিউর ১৩২ নম্বর সড়কে অবস্থিত টাওয়ার অব আকাশে। আজ রোববার সন্ধ্যায় নতুন শাখা কার্যালয়ের সাজসজ্জার কাজের উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরবর্তী পর্ষদের নবনির্বাচিত সভাপতি মো. মাহবুবুল আলম, বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, নবনির্বাচিত জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি যশোদা জীবন দেবনাথ, রাশেদুল হোসেন চৌধুরী প্রমুখ।

নতুন শাখা কার্যালয় চালুর বিষয়ে এফবিসিসিআই জানিয়েছে, সংগঠনটির বর্তমান কার্যালয় মতিঝিলে হওয়ায় সেখানে গিয়ে সৌজন্য সাক্ষাৎ কিংবা দ্বিপক্ষীয় বৈঠকে যোগদান করতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি বিনিয়োগকারী ও অতিথিদের সময়ের অপচয় হয়। গুলশানে শাখা কার্যালয় চালু হলে সেটি অনেক সহজ ও সময়সাশ্রয়ী হবে। এ ছাড়া এফবিসিসিআইয়ের অনুষ্ঠান ও ছোট পরিসরের সভা করার ক্ষেত্রে এই কার্যালয় সহায়ক হবে।

গুলশানের নতুন শাখা কার্যালয়ে একটি সভা কক্ষ, একটি লাউঞ্জসহ সংগঠনটির সভাপতি ও কর্মকর্তাদের জন্য পৃথক অফিস কক্ষের ব্যবস্থা থাকবে।

এ বিষয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘বর্তমান পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণের পর ৪০টির বেশি দেশের কূটনীতিক এফবিসিসিআই পরিদর্শনে এসেছেন। এতে আমরা মনে করেছি, গুলশানে এফবিসিসিআইয়ের একটি কার্যালয় থাকা প্রয়োজন। এরই ধারাবাহিকতায় এই কার্যালয় চালু করা হলো।’

অনুষ্ঠানে এই শাখা কার্যালয় চালুর ক্ষেত্রে এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি জসিম উদ্দিনের ভূমিকার কথা স্মরণ করেন সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মো. মাহবুবুল আলম।