সংকটে শিল্পকে রক্ষায় সরকারের সহযোগিতা চাইল বিজিএমইএ

ফাইল ছবি

সংকটে তৈরি পোশাকশিল্পকে রক্ষায় সরকারের সহযোগিতা চাইল এই পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠক করে বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে সংগঠনটির প্রতিনিধিদল এই সহযোগিতা চেয়েছে।

বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, বৈঠকে মূলত তৈরি পোশাকশিল্প, বৈশ্বিক বাণিজ্যের বর্তমান অবস্থা, দেশের পোশাক রপ্তানির ওপর বৈশ্বিক বাণিজ্যের প্রভাব এবং চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলার সম্ভাব্য কৌশলগুলো নিয়ে আলোচনা হয়।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো প্রধান রপ্তানি বাজারগুলোতে উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের পোশাকের চাহিদা কমেছে। এর পাশাপাশি ভোক্তাদের পোশাক কেনার ব্যয় হ্রাসের কারণেও পোশাক রপ্তানি কমেছে।

শিল্পের এই কঠিন পরীক্ষার সময় সুরক্ষায় অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য তফসিলি ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা পোশাকশিল্পের এই কঠিন সময়ে খুবই গুরুত্বপূর্ণ।

ফারুক হাসান বলেন, তৈরি পোশাকশিল্প যদি প্রতিযোগিতা সক্ষমতা ও প্রবৃদ্ধি ধরে রাখতে পারে, তাহলে এই খাত বাংলাদেশের রপ্তানি আয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় অবদান রাখতে পারবে।

বিজিএমইএ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি এস এম মান্নান, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী ও বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন চ্যালেঞ্জড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মো. আনিসুর রহমান।

এনবিআরের সঙ্গে বৈঠক

এদিকে পোশাক খাতের জন্য শুল্ক ও বন্ড পরিষেবা দ্রুত সম্পন্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করেছে বিজিএমইএ।

এনবিআর সদস্য (শুল্ক: রপ্তানি, বন্ড ও আইটি) হোসেন আহমদের সঙ্গে আজ বুধবার বৈঠক করে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এই অনুরোধ জানান। তিনি বলেন, ‘তৈরি পোশাকশিল্প একটি ফ্যাশন–বাউন্ড ও টাইম-বাউন্ড শিল্প। শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে লিডটাইম খুবই গুরুত্বপূর্ণ। তীব্র প্রতিযোগিতাময় বিশ্ববাজারে পোশাক রপ্তানির ব্যবসায় প্রতিটি মুহূর্তই অমূল্য।’

ফারুক হাসান আরও বলেন, ‘তৈরি পোশাকশিল্প কারখানাগুলো লিডটাইম অনুযায়ী রপ্তানি কার্যক্রম পরিচালনা করে। ক্রেতারা ক্রমাগতভাবে স্বল্প সময়ের মধ্যে পণ্য সরবরাহের দাবি করে। বাজারের এই গতিশীলতার সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে।’

এনবিআর সদস্যের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএর প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন সংগঠনটির সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি মো. নাসির উদ্দিন প্রমুখ।