গ্রামীণ ইউনিক্লোর ব্যবসা শেষের বিক্রি চলছে, সুযোগ পাচ্ছেন সীমিতসংখ্যক ক্রেতা

গুলশান বাড্ডা লিংক রোডে গ্রামীণ ইউনিক্লোর বিক্রয়কেন্দ্র
ছবিঃ প্রথম আলো

বিশেষ মূল্যছাড়ে তৈরি পোশাক কিনতে গ্রামীণ ইউনিক্লোর বিক্রয়কেন্দ্রে ভিড় করছেন ক্রেতারা। ব্র্যান্ডটির কর্মীরা টোকেনের মাধ্যমে নির্দিষ্টসংখ্যক ক্রেতাদেরই বিক্রয়কেন্দ্রে প্রবেশের সুযোগ দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় গুলশান বাড্ডা লিংক রোডে গ্রামীণ ইউনিক্লোর বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, মূল্যছাড়ে পণ্য কিনতে প্রায় ৩০০ মানুষ দাঁড়িয়ে আছেন। তাঁদের অধিকাংশের হাতেই স্টোরের দেওয়া টোকেন।

ব্র্যান্ডটির কর্মী জহির ইসলাম বলেন, ‘আমরা আপতত ৩০০ ক্রেতাকে টোকেন দিয়েছি। পরে সুযোগ থাকলে আরও দেওয়া হবে। তিনি জানালেন, টোকেনের সিরিয়াল অনুযায়ী একসঙ্গে ৫ থেকে ১০ জন ক্রেতাকে বিক্রয়কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।’

গুলশান বাড্ডা লিংক রোডে গ্রামীণ ইউনিক্লোর বিক্রয়কেন্দ্র
ছবিঃ প্রথম আলো

তখনই মো. জহির নামের এক ক্রেতা কেনাকাটা করে বের হন। তাঁর সঙ্গে প্রথম আলোর প্রতিবেদকের কথা হয়। তিনি জানান, যাত্রাবাড়ী থেকে সকাল সোয়া আটটায় এসে লাইনে দাঁড়ান তিনি। পরে টোকেন পান। তিনি ছয়টি পোশাক কিনেছেন।

সানাউল্লাহ নামের আরেক ক্রেতার সঙ্গে কথা হলো। তিনি বলেন, তাঁর টোকেন নম্বর ছিল ৩৩। বিক্রয়কেন্দ্রের ভেতরে মেয়েদের তুলনায় ছেলেদের পোশাকের পরিমাণ কম থাকায় খুব বেশি কেনাকাটা করতে পারেননি।

এক দশকের পথচলায় গ্রামীণ ইউনিক্লো বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাকের পরিচিত ব্র্যান্ডগুলোর একটি। তবে ১১ মে হঠাৎই ব্র্যান্ডটির কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড। তাদের ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ জুনের পর গ্রামীণ ইউনিক্লোর বিক্রয়কেন্দ্রগুলোর ফটক আর খুলবে না।

এ ঘোষণার পর গত সপ্তাহের মঙ্গল ও বুধবার নিজেদের তৈরি পোশাক বিক্রিতে বিশেষ ছাড় দেয় গ্রামীণ ইউনিক্লো। ওই দুই দিন তাদের ১০টি বিক্রয়কেন্দ্রে ক্রেতাদের ঢল নামে। অনেকে দীর্ঘ সময় দাঁড়িয়েও বিক্রয়েকেন্দ্র প্রবেশ করতে পারেননি। আবার বিক্রয়কেন্দ্রে থাকা পোশাকও শেষ হয়ে যায়। তারপর ব্র্যান্ডটি ১৮ মে থেকে বিক্রয়কেন্দ্রগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়। পরে গুদামে থাকা পণ্য এনে গতকাল বুধবার তিনটি এবং আজ আরও তিনটি বিক্রয়কেন্দ্র চালু হয়।

গুলশান বাড্ডা লিংক রোডে গ্রামীণ ইউনিক্লোর বিক্রয়কেন্দ্র
ছবিঃ প্রথম আলো

গ্রামীণ ইউনিক্লোর তথ্যানুযায়ী, তাদের সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর ১২ ও নারায়ণগঞ্জ বিক্রয়কেন্দ্র থেকে গতকাল বিশেষ মূল্যছাড়ে পণ্য বিক্রি শুরু হয়। এর মধ্যে গতকাল বিকেলে নারায়গঞ্জের বিক্রয়কেন্দ্রটি স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেয় ব্র্যান্ডটি।
এদিকে আজ যমুনা ফিউচার পার্ক, গুলশান বাড্ডা লিংক রোড ও নরসিংদী বিক্রয়কেন্দ্র থেকে পণ্য বিক্রি করছে ব্র্যান্ডটি।

গ্রামীণ ইউনিক্লোর বিপণন বিভাগের প্রধান শরিফুল ইসলাম গত সপ্তাহে প্রথম আলোকে বলেন, পণ্য শেষ হলে বিক্রয়কেন্দ্রগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।