নীলফামারীর বন্ধ থাকা দারোয়ানী সুতাকল চালুর দাবিতে মানববন্ধন-সমাবেশ
নীলফামারীর বন্ধ থাকা দারোয়ানী সুতাকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার দুপুরে সুতাকলটির সামনের সড়কে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে দারোয়ানী টেক্সটাইল মিলস বাস্তবায়ন কমিটি। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারা সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দারোয়ানী সুতাকল সিবিএর সাবেক সভাপতি মো. ওবায়দুল হক মোল্লা। সুতাকলটি চালুর দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, জেলা শ্রমিক দলের সভাপতি মো. নুর আলম, সাধারণ সম্পাদক মো. জামিয়ার রহমান, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন মোল্লা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সুতাকল স্থাপন করেন। মিলটির প্রতিষ্ঠালগ্ন থেকে এর উৎপাদিত সুতার গুণগত মান উন্নত ছিল। বাজারে এই সুতার প্রচুর চাহিদাও ছিল। সুতার গুণগতমান উন্নত হওয়ায় বিদেশেও রপ্তানি হতো। কিন্তু বিগত সরকার ২০২২ সালে মিলটির উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়। মিলটি বন্ধ হওয়ায় এক হাজারের বেশি শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েন। এর পর থেকে তাঁরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের কথা ভেবে সুতামিলটি পুনরায় চালুর দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন দারোয়ানী টেক্সটাইল মিলস বাস্তবায়ন কমিটির নেতারা।