কুমিল্লা ইপিজেডে চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

আজ বুধবার বেপজা দপ্তরে একটি চুক্তি স্বাক্ষর করে চীনা কোম্পানি সং শিন লেদারছবি: সংগৃহীত

দেশে রপ্তানিমুখী চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান সং শিন লেদার (বিডি) কোম্পানি। কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেডে) এ কারখানা নির্মাণ করবে কোম্পানিটি।

কারখানা স্থাপনের জন্য ৬০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৬৬ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে) বিনিয়োগ করবে সং শিন লেদার। এ কারখানায় ৮০ লাখ বর্গফুট প্রক্রিয়াজাতকৃত গরু ও মহিষের চামড়া উৎপাদন হবে। এখানে কর্মসংস্থান হবে ১০০ বাংলাদেশি নাগরিকের।

এ লক্ষ্যে আজ বুধবার রাজধানীতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) দপ্তরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও সং শিন লেদারের মহাব্যবস্থাপক ওয়াং জিংঝাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম ও মো. আশরাফুল কবীর এবং নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন, মো. খুরশীদ আলম, এ এস এম আনোয়ার পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।