ফকির নিটওয়্যারের কারখানায় পানির পুনর্ব্যবহার প্রকল্প চালু

নারায়ণগঞ্জের ফকির নিটওয়্যারের কারখানায় পানি পুনর্ব্যবহারের প্রকল্পের উদ্বোধন হয়েছে।
ছবি: ফকির নিটওয়্যার

নারায়ণগঞ্জের ফকির নিটওয়্যার লিমিটেডের কারখানায় পানি পুনর্ব্যবহারের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিবছর ৪ লাখ ৩৮ হাজার ঘনমিটার পানি পুনর্ব্যবহার করা সম্ভব হবে। এর ফলে কারখানাটিতে তৈরি পোশাক উৎপাদনে পানির ব্যবহার ২২ শতাংশ কমবে।

আজ বুধবার ফকির নিটওয়্যারের কারখানায় ‘ওয়াটার রিইউজ অ্যান্ড ইমপ্রুভড ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট ডেমোনস্ট্রেশন সাইট’ শীর্ষক পানি পুনর্ব্যবহারের প্রকল্পটি উদ্বোধন করা হয়। ফকির নিটওয়্যারের প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়িত হয়েছে প্রাইমার্ক, এইচঅ্যান্ডএম, পান্তা রেই, বিশ্বব্যাংকের ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ, যুক্তরাজ্য সরকারের টেকসই উৎপাদন ও পরিবেশদূষণ নিয়ন্ত্রণ কর্মসূচি (এসএমইপি) এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নসংক্রান্ত কর্মসূচির (ইউএনসিটিএডি) সহযোগিতায়। ফকির নিটওয়্যার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবিউল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক লুৎফুল আহমেদ এবং ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশনের পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান। এ ছাড়া প্রাইমার্কের প্রতিনিধি লুইস আইজ্যাক; এইচঅ্যান্ডএমের বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপিয়ার প্রধান জিয়াউর রহমান; ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফকির আখতারুজ্জামান, ফকির নিটওয়্যারের পরিচালক ফকির মাশফিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফকির নিটওয়্যার কর্তৃপক্ষ দাবি করেছে, দেশের তৈরি পোশাক খাতে এটি সবচেয়ে বড় পানি পুনর্ব্যবহার প্রকল্প। শিল্পকারখানা পর্যায়ে স্বচ্ছ বা মিঠাপানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এবং বর্জ্য পানির ব্যবস্থাপনা উন্নত করে এই প্রকল্প স্থানীয় জনগণের জন্য বেশি পরিমাণে পানি সহজলভ্য করবে। এর ফলে পানির সংকট ও স্থানীয় দূষণ কমবে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো, ভূগর্ভস্থ স্বচ্ছ পানির ব্যবহার ৩০ শতাংশ কমিয়ে আনা।

অনুষ্ঠানে প্রাইমার্কের প্রতিনিধি লুইস আইজ্যাক বলেন, গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের ৯০ শতাংশ শিল্পকারখানার পার্শ্ববর্তী জলাধার অতি দূষণে আক্রান্ত। এই উদ্যোগ সেই দূষণ থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার অনুপ্রেরণা জোগাবে।

ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফকির আখতারুজ্জামান বলেন, ‘তৈরি পোশাকশিল্পে দায়িত্বশীল ভূমিকা আগামী পৃথিবী ও প্রজন্মকে নিরাপদ রাখবে। সবার সহযোগিতায় আমাদের এই প্রকল্প বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করবে।’