নিরাপত্তাসেবায় ভ্যাট বাড়ানোর উদ্যোগ, বাড়তে পারে খরচ

বাসাবাড়ির নিরাপত্তাসেবার জন্য এ ধরনের সেবাদাতা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হন সংশ্লিষ্ট বাড়ির মালিকেরা। এমনকি সরকারি–বেসরকারি অফিসের নিরাপত্তাসেবার জন্যও একইভাবে নিরাপত্তাসেবাদাতা বেসরকারি কোম্পানির কাছে যান সংশ্লিষ্ট অফিসের বড় কর্তারা। রাজধানী ঢাকাসহ বড় বড় শহরে বাসাবাড়ি, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে নিরাপত্তাসেবা প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। 

 এখন এ ধরনের নিরাপত্তাসেবা নিলে ১০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হয়। আগামী ২০২৪–২৫ অর্থবছরের বাজেটে এমন ধরনের নিরাপত্তাসেবা নিতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য খারাপ খবর আসতে পারে। নিরাপত্তাসেবার ওপর ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৬ জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। 

নব্বইয়ের দশকের শুরুতে দেশে বেসরকারি পর্যায়ে নিরাপত্তাসেবা চালু হয়। তখন মূলত ব্যবসাপ্রতিষ্ঠানই এসব সেবা নিত। পরে ধীরে ধীরে আবাসিক ভবনের নিরাপত্তায় বেসরকারি নিরাপত্তাসেবাদাতা প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া জনপ্রিয় হতে থাকে। বিশেষ করে আবাসন প্রতিষ্ঠানের তৈরি করা ভবনে বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া প্রায় অপরিহার্য হয়ে গেছে। এ জন্য ফ্ল্যাটে বসবাসকারী মানুষদের কাছ থেকে সেবা মাশুল বা সার্ভিস চার্জও নেওয়া হয়। মূলত নিরাপত্তাসেবা দেওয়া প্রতিষ্ঠান এ ধরনের সেবার বিপরীতে যে অর্থ পায়, সেখান থেকে ভ্যাটের অর্থ কেটে সরকারি কোষাগারে জমা দেয়। 

২০০৭ সালে দেশে বেসরকারি সেবা আইন প্রণীত হয়। এই আইন অনুসারে, বেসরকারি নিরাপত্তা প্রহরী হচ্ছে এমন একজন ব্যক্তি বা একটি নিরাপত্তা কোম্পানির চাকরিজীবী, যিনি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে বিভিন্ন স্থাপনা কিংবা অন্য কোনো সম্পত্তির নিরাপত্তা রক্ষা করেন। 

বর্তমানে ৪৩ ধরনের সেবার বিল পরিশোধের সময় ভ্যাট কেটে রাখা হয়। এসব সেবার বিপরীতে ২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত উৎসে ভ্যাট কাটা হয়। এই সেবাগুলোর অন্যতম হলো এসি হোটেল, এসি রেস্তোরাঁ, নন এসি হোটেল, নন এসি রেস্তোরাঁ, ডেকোরেটর্স ও ক্যাটারার্স, মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ, ভূমি উন্নয়ন সংস্থা, ভবন নির্মাণ সংস্থা, আসবাব বিপণনকেন্দ্র, কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস, কনসালট্যান্সি ফার্ম ও সুপারভাইজরি ফার্ম, সিকিউরিটি সার্ভিস, উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী, চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী, ভবন, মেঝে ও অঙ্গন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা, লটারির টিকিট বিক্রয়কারী, ইমিগ্রেশন উপদেষ্টা, মানবসম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান।