দেশের আরও দুটি পরিবেশবান্ধব পোশাক কারখানা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) স্বীকৃতি পেয়েছে। কারখানা দুটিকে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) লিড প্লাটিনাম স্বীকৃতি দিয়েছে।
স্বীকৃতি পাওয়া কারখানা দুটি হলো টাঙ্গাইলের মির্জাপুরের গোরাইয়ের কমফিট, ইকো ভিলে এবং নারায়ণগঞ্জের কায়েমপুরে অবস্থিত ফকির ইকো নিটওয়্যারস লিমিটেড। উভয় কারখানা ৮৫ পয়েন্ট নিয়ে প্লাটিনাম সনদ পেয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ নিয়ে দেশে লিড সনদ পাওয়া কারখানার সংখ্যা দাঁড়াল ২০৯। এর মধ্যে প্লাটিনাম মানের কারখানা ৭৯টি ও গোল্ড মানের কারখানা ১১৬টি। এ ছাড়া ১০টি সিলভার ও ৪টি সার্টিফায়েড কারখানা রয়েছে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘বাংলাদেশে লিড স্বীকৃত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা ক্রমেই বাড়ছে। এই সংখ্যা দেশের টেকসই তৈরি পোশাকশিল্পের বিষয়ে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে, তার প্রমাণ। আমাদের সদস্যরা পরিবেশবান্ধব চর্চা, জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ ও পানির ব্যবহার কমানোর মতো উদ্যোগ গ্রহণ করে যাচ্ছেন। এ কাজে ক্রেতা প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসছে এবং বিনিয়োগ করছে; যা খুবই ইতিবাচক।’