উইন্ডি অ্যাপারেলস ও কমফিট পেল পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি, সব মিলিয়ে ২১৩টি

দেশের আরও দুটি তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে

দেশের আরও দুটি তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে। নতুন যে দুটি কারখানা পরিবেশবান্ধব স্বীকৃতি পেয়েছে, সে দুটি হলো উইন্ডি অ্যাপারেলস লিমিটেড ও কমফিট ব্যানানা লিফ। এ দুটি কারখানাই গোল্ড সনদ পেয়েছে।

এ দুটি নিয়ে দেশে মোট পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দাঁড়াল ২১৩টি; এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির কারখানা ৮০টি আর গোল্ড ক্যাটাগরির কারখানা ১১৯টি; সিলভার ক্যাটাগরিতে আছে ১০টি ও সার্টিফায়েড ক্যাটাগরিতে আছে ৪টি কারখানা।  

উইন্ডি অ্যাপারেলস ১১০-এর মধ্যে ৬৯ পেয়ে গোল্ড সনদ পেয়েছে। টেকসই অবস্থান ক্যাটাগরিতে তারা পেয়েছে ১০-এ ১০; পানির দক্ষ ব্যবহারে পেয়েছে ১১-তে ৮; জ্বালানি ও পরিবেশে ৫৩-এর মধ্যে পেয়েছে ২৪; উপাদান ও সম্পদে পেয়েছে ১৩-তে ৫; অভ্যন্তরীণ পরিবেশ মানে পেয়েছে ১৬-তে ২; উদ্ভাবনে ৬-এ ৬; আঞ্চলিক অগ্রাধিকার ক্রেডিটে পেয়েছে ৪-এ ৪; অবস্থান ও যোগাযোগে পেয়েছে ২০-এ ৯; ইন্টিগ্রেটিভ প্রসেস ক্রেডিটসে পেয়েছে ১-এ ১। সব মিলিয়ে ১১০-এ ৬৯।

কমফিট বাংলাদেশ ১১০ নম্বরের মধ্যে ৭৩ পেয়ে গোল্ড সনদ পেয়েছে; তারা কারখানার টেকসই অবস্থান ক্যাটাগরিতে পেয়েছে ১০-এ ১০; পানির দক্ষ ব্যবস্থায় পেয়েছে ১১-তে ১০; জ্বালানি ও পরিবেশে পেয়েছে ৫৩-তে ১৫; উপকরণ ও সম্পদে পেয়েছে ১৩-তে ৪; অভ্যন্তরীণ পরিবেশগত মানে পেয়েছে ১৬-তে ৯; উদ্ভাবনে পেয়েছে ৬-এ ৬; আঞ্চলিক অগ্রাধিকার ক্রেডিটে পেয়েছে ৪-এ ৪; অবস্থান ও পরিবহনে পেয়েছে ২০-এ ১৪; ইন্টিগ্রেটিভ প্রসেস ক্রেডিটসে ১-এ ১। সব মিলিয়ে ১১০ নম্বরের মধ্যে ৭৩।

২০১৩ সালে রানা প্লাজা ধসের পর দেশি-বিদেশি সমালোচনার মুখে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে মনোযোগী হন দেশের তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা। তখন চাপ কিংবা বাধ্যবাধকতা না থাকলেও তাঁদের কেউ কেউ পরিবেশবান্ধব কারখানা নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন; পরবর্তীকালে আরও অনেক উদ্যোক্তা উৎসাহী হন। ফলে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সর্বোচ্চসংখ্যক পরিবেশবান্ধব কারখানার মুকুট এখন বাংলাদেশের।

বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। তাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। তারা ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দেয়। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন।

উইন্ডি অ্যাপারেলসের কারখানা গাজীপুরে টঙ্গীতে এবং কমফিট ব্যানানা লিফের কারখানা টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে অবস্থিত।