বিক্রি বাড়াতে ছাড়সহ নানা সুবিধা

  • এক দশকের বেশি সময় আগে দেশেই ফ্রিজের উৎপাদন শুরু হয়।

  • সারা বছর দেশে যে পরিমাণ ফ্রিজ বিক্রি হয়, তার ৬০-৭০ শতাংশই হয় দুই ঈদে।

ঈদের আগে বিক্রি বাড়াতে সব কোম্পানি কমবেশি মূল্যছাড়সহ বিভিন্ন অফার দিচ্ছে। মডেল : মাসুম ম্যাশ ও মুসকান আহমেদছবি: প্রথম আলো

দুই দশক আগেও মধ্য বা নিম্নমধ্যবিত্ত পরিবারে একটি নতুন ফ্রিজ কেনা মানেই ছিল একধরনের উৎসব। অধিকাংশ ক্ষেত্রে সেই উৎসব হতো ঈদের আগে। সময় বদলেছে। এক দশকের বেশি সময় আগে দেশেই ফ্রিজের উৎপাদন শুরু হয়। তারপর নতুন নতুন কোম্পানি যুক্ত হওয়ায় দামও সাধারণ মানুষের নাগালে চলে আসে। এতে বাজারের আকার বড় হওয়ার পাশাপাশি ঈদের আগে ফ্রিজের বিক্রিও বেড়েছে।

সারা বছর দেশে যে পরিমাণ ফ্রিজ বিক্রি হয় তার ৬০-৭০ শতাংশ বিক্রি হয় দুই ঈদে। ফলে ঈদের আগে বিক্রি বাড়াতে সব কোম্পানি মূল্যছাড়সহ বিভিন্ন অফার দেয়। সেই ধারাবাহিকতায় এবারও মূল্যছাড়ের পাশাপাশি ১০ লাখপতি, ক্যাশব্যাক, ডাবল খুশিসহ বিভিন্ন ধরনের অফার দিয়েছে ফ্রিজ বিক্রির সঙ্গে যুক্ত অনেক কোম্পানি।

অবশ্য সংখ্যায় কম হলেও কয়েকটি কোম্পানি এবার কোনো অফার দেয়নি। তার কারণ হিসেবে কোম্পানিগুলোর কর্মকর্তারা বলছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মুনাফার হার কমে গেছে। তাতে মূল্যছাড়সহ অন্য অফার দেওয়ার সুযোগ নেই।

নগদ মূল্যছাড়ের পাশাপাশি রয়েছে ১০ লাখপতি, ক্যাশব্যাক ও ডাবল খুশির মতো নানা সুবিধা। 

কোন ব্র্যান্ডের কী অফার

দেশের বাজারে ফ্রিজের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন। তাদের ফ্রিজের দাম ১৫ হাজার থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা। ঈদ উপলক্ষে কোম্পানিটি মিলিয়নিয়ার বা ১০ লাখপতি ক্যাম্পেইন চালু করেছে।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের প্রধান বিপণন কর্মকর্তা দিদারুল আলম খান বলেন, ফ্রিজের পাশাপাশি টেলিভিশন, শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র বা এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনলে এই ননস্টপ মিলিয়নিয়ার অফারের আওতায় ১০ লাখ টাকা জেতার সুযোগ পাবেন ক্রেতারা।

আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিকস ভিশন ব্র্যান্ডের ফ্রিজ বিক্রি করে। তাদের ফ্রিজের দাম ২৫ হাজার থেকে শুরু করে ৮১ হাজার টাকা। এবার ঈদে ফ্রিজের ক্রেতাদের ফুলঝুড়ি অফার দিচ্ছে কোম্পানি। সেই ফুলঝুড়ির মধ্যে ফ্রিজের ভেতরে ব্যবহার করা যায় এমন বেশ কিছু প্লাস্টিক পণ্য পাবেন ক্রেতারা।

ভিশন ব্র্যান্ডের বিপণন বিভাগের কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, অনলাইনে ফ্রিজের ক্রয়াদেশে এখন ক্রেতারা ১০ শতাংশ মূল্যছাড় পাচ্ছেন।

ক্রেতাদের টানতে মূল্যছাড়সহ বিভিন্ন অফার দিচ্ছে কোম্পানিগুলো। মডেল : মাসুম ম্যাশ ও মুসকান আহমেদ
ছবি: কবির হোসেন

এদিকে স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড স্মার্ট ব্র্যান্ডের ফ্রিজ বিক্রি করে। তারা ১৫০ লিটার থেকে শুরু করে ৩৫৬ লিটারের ফ্রিজ দেশে সংযোজন করে থাকে। দাম সাড়ে ২৬ হাজার থেকে ৫৬ হাজার ৯০০ টাকা। ঈদ উপলক্ষে কোম্পানিটি ফ্রিজ বিক্রিতে ‘মাইন্ড ব্লোয়িং’ নামে অফার দিচ্ছে। এতে মূল্যছাড় পাচ্ছেন ক্রেতারা।

প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক সারওয়ার জাহান চৌধুরী বলেন, মাইন্ড ব্লোয়িং অফারে ৫৬ হাজার ৯০০ টাকার ফ্রিজের দাম কমিয়ে রাখা হয়েছে ৪২ হাজার ৯০০ টাকা। এই অফারে সব ফ্রিজেই ক্রেতারা নিশ্চিত মূল্যছাড় পাবেন।

যমুনা ইলেকট্রনিকসের স্মার্টসহ বিভিন্ন প্রযুক্তির ফ্রিজের দাম ২০ হাজার থেকে ১ লাখ ২১ হাজার টাকা। ঈদ উপলক্ষে ফ্রিজের ক্রেতাদের জন্য ডাবল খুশি অফার চালু করেছে কোম্পানিটি। এই অফারে ক্রেতারা পণ্য ক্রয়ের সময় অনলাইনে নিবন্ধন করলে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। ভাগ্য ভালো হলে বিনা মূল্যে পেতে পারেন মোটরসাইকেল, ফ্রিজ বা এসি।

এ বিষয়ে যমুনা ইলেকট্রনিকসের পরিচালক সেলিম উল্ল্যা প্রথম আলোকে বলেন, ‘এবারের ঈদুল ফিতরে আমরা ১ লাখ ফ্রিজ বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছি।’

ট্রান্সকম ডিজিটাল ট্রান্সটেক, ওয়ার্লপুল, হিটাচি, স্যামসাং ও হায়ার ব্র্যান্ডের ফ্রিজও বিক্রি করে থাকে। ঈদ উপলক্ষে তারা ১০-১২ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। পণ্য ক্রয়ের সময় নির্দিষ্ট কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত ১০ শতাংশ মূল্যছাড় পাবেন ক্রেতারা।

ট্রান্সকম ডিজিটালের সহকারী মহাব্যবস্থাপক (বিপণন) মো. মাহবুব হাসান বলেন, ‘আমাদের বিক্রয়কেন্দ্রে ক্রেতারা একসঙ্গে পাঁচ-ছয়টি ব্র্যান্ডের ফ্রিজ পাবেন। তার মধ্যে কম, মাঝারি ও বেশি দামের ফ্রিজ রয়েছে।’