নাইকি, অ্যাডিডাস, পুমার উপকরণ তৈরি হবে বাংলাদেশের কারখানায়

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বঙ্গবন্ধু শিল্পনগরে অর্থনৈতিক অঞ্চল করেছে বেপজাফাইল ছবি: প্রথম আলো

বাংলাদেশে জুতার উপকরণ বা শু অ্যাকসেসরিজ তৈরি করবে চীনের মালিকানাধীন কোম্পানি জয়েন উইন (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটি বিশ্বের খ্যাতনামা বিভিন্ন ব্র্যান্ডের জুতা যেমন নাইকি, অ্যাডিডাস, পুমা, ক্যাটারপিলার ইত্যাদির উপকরণ তৈরি করবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে জয়েন উইন কারখানা স্থাপন করবে। এ জন্য কোম্পানিটি ১ কোটি মার্কিন ডলার বা প্রায় ১০৫ কোটি টাকা (প্রতি ডলার ১০৫ টাকা ধরে) বিনিয়োগ করবে। তাতে কর্মসংস্থান হবে প্রায় ৯০০ জন বাংলাদেশি নাগরিকের।

রাজধানীতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দপ্তরে গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও জয়েন উইনের (বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক জু তাইহুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নাফিসা বানু প্রমুখ উপস্থিত ছিলেন।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেপজা জানিয়েছে, সম্পূর্ণ আধুনিক ও স্বয়ংক্রিয় প্রযুক্তির এ কারখানায় বছরে ৭০ লাখ জোড়া শু অ্যাকসেসরিজ তৈরি হবে। এর মধ্যে রয়েছে পিইউ ইনসোল, পিইউ মিডসোল, পিইউ আউটসোল, টিপিইউ আউটসোল, রবার আউটসোল ও ওপেন সেল পিইউ ইনসোল ইত্যাদি পণ্য।

বেপজা জানায়, ৩০ বছর ধরে কোম্পানিটি এ খাতে ব্যবসা পরিচালনা করছে। বিশ্বের ছয়টি দেশে তাদের কারখানা রয়েছে।

মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে প্রায় ১ হাজার ১৩৮ একর জায়গায় স্থাপিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত ১৮টি দেশি–বিদেশি প্রতিষ্ঠান শিল্প স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এদের মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ৪১ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বেপজা আশা করছে, চলতি বছরের মধ্যে বেপজা অর্থনৈতিক অঞ্চল থেকে পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হবে।