২৫ ঘণ্টার ব্যবধানে দেশে আবার কমেছে সোনার দাম

সোনাফাইল ছবি

২৪ ঘণ্টা ৫০ মিনিটের ব্যবধানে সোনার দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা পর্যন্ত কমানো হয়েছে। অর্থাৎ টানা দুই দিন সোনার দাম কমল—এই দুই দিনে সোনার দাম কমেছে ভরিপ্রতি ৫ হাজার ২৩৭ টাকা। তারপরও প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ১৪ হাজার টাকায় কিনতে হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার বিকেলে দাম সমন্বয়ের কথা জানায়। বরাবরের মতো আজও সোনার দাম কমানোর জন্য স্থানীয় বাজারে খাঁটি সোনার দর হ্রাসের কথা জানিয়েছেন সমিতির নেতারা। গতকাল মঙ্গলবার ভরিপ্রতি ৩ হাজার ১৩৮ টাকা কমেছিল।

বিশ্ববাজারে সোনার দামের উত্থান-পতনের প্রভাব দেশের বাজারেও পড়েছে। চলতি মাসে এখন পর্যন্ত সাতবার সোনার দামের পরিবর্তন হয়েছে—বেড়েছে চারবার, কমেছে তিনবার। ৭, ৮ ও ১৮ এপ্রিল দাম বাড়ার পর প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায় ওঠে; এটি দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী, হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম আজ থেকে ১ লাখ ১৪ হাজার ১৯১ টাকা। একইভাবে ২১ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৯ হাজার টাকা, ১৮ ক্যারেট ৯৩ হাজার ৪২৯ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়াচ্ছে ৭৫ হাজার ২০৯ টাকায়। আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেটের ১ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭১৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমছে ১ হাজার ৩৭৭ টাকা।

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার অর্থ হলো, সোনার বাজারে সুদিন। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়, অর্থাৎ ২০২০ সালের আগস্টের প্রথম সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭০ ডলার ছাড়িয়ে যায়। তখন এই দাম ছিল ইতিহাসের সর্বোচ্চ। তার আগে ২০২০ সালের ১৯ মার্চ সোনার দাম ছিল প্রতি আউন্স ১ হাজার ৪৭৯ ডলার। গত চার বছরে সোনার দাম করোনার আগের অবস্থায় ফেরেনি।

এদিকে গত বছরের অক্টোবর মাসে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর সোনার দাম আবার বাড়তে থাকে। ১ ডিসেম্বরে সোনার দাম প্রতি আউন্স ২ হাজার ৭২ ডলারে পৌঁছায়। তারপর কিছুটা কমলেও চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে দাম আবার ঊর্ধ্বমুখী হয়। মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার হ্রাস করবে—বাজারে এমন খবর ছড়িয়ে পড়লে সোনার দাম দ্রুত বাড়তে থাকে। এরপর চলতি মাসে ইরান ইসরায়েলে হামলা চালানো পর সোনার দাম আরও কিছুটা বাড়ে। গত শুক্রবার প্রতি আউন্সের দাম ছিল ২ হাজার ৩৯০ ডলার, যা ইতিহাসের সর্বোচ্চ। তারপর সোনার দাম কিছুটা কমেছে।