স্বপ্নের বাসার খোঁজে পরিবার নিয়ে আসেন ক্রেতা-দর্শনার্থী

ডিবিএল সিরামিকস-প্রথম আলো ‘আবাসন মেলা ২০২৩’ ঘুরে দেখছেন দর্শনার্থীরা। সপ্তাহব্যাপী এ মেলা চলবে আজ শুক্রবার থেকে ১ জুন পর্যন্ত। আলোকি কনভেনশন সেন্টার, তেজগাঁও-গুলশান লিংক রোড, ঢাকা, ২৬ মে
ছবি: আশরাফুল আলম

বড় জায়গাজুড়ে পরিপাটি করে সাজানো-গোছানো আলোকি কনভেনশন সেন্টার। সেখানকার একটি মিলনায়তনে ছোট্ট পরিসরে বসেছে দুই দিনের আবাসন মেলা। মেলায় স্বপ্নের বাসার খোঁজে বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন অনেক ক্রেতা-দর্শনার্থী। তাঁরা বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের স্টলে নিজেদের পছন্দের অ্যাপার্টমেন্ট খুঁজেছেন। গৃহঋণ পাওয়ার বিষয়ে মেলায় ব্যাংকারদের সঙ্গেও পরামর্শ করেছেন।

ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে প্রথম আলো ডট কমের আয়োজনে এই আবাসন মেলা শুক্রবার শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে ১৫টি প্রতিষ্ঠান। তার মধ্যে রয়েছে আবাসন, সিরামিক ও আসবাব প্রতিষ্ঠান এবং ব্যাংক। আজ শনিবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

‘সময় এসেছে আবার, ঘরে বসেই স্বপ্নের আবাস খোঁজার’ স্লোগানে প্রথম আলো ডট কমের আয়োজনে ষষ্ঠবারের মতো শুরু হয়েছে ‘ডিবিএল সিরামিকস আবাসন মেলা ২০২৩’। তবে অনলাইনে এই মেলা চলবে এক সপ্তাহ, শেষ হবে আগামী ১ জুন বৃহস্পতিবার। abashonmela.pro এই ওয়েবসাইটে চলবে মেলা। প্রথমবারের মতো এবার অফলাইনেও (সরাসরি) আয়োজন করা হয়েছে মেলার, যা চলছে আলোকি কনভেনশন সেন্টারে। সেখানেই শনিবার বিকেলে অনলাইন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক ডিবিএল সিরামিকস। কৌশলগত অংশীদার আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সহযোগিতায় রয়েছে আসবাবের ব্র্যান্ড হাতিল। এ ছাড়া এক্সক্লুসিভ ব্যাংক পার্টনার হয়েছে আইএফআইসি ব্যাংক।

অফলাইন মেলায় ক্রিডেন্স হাউজিং ধানমন্ডি, লালমাটিয়া, কলাবাগান, বনানী, উত্তরা, খিলগাঁও ও মোহাম্মদপুরের বেশ কয়েকটি আবাসন প্রকল্পের ১৩০টি অ্যাপার্টমেন্ট বিক্রির জন্য প্রদর্শন করছে। তাদের অ্যাপার্টমেন্টের আকার ১২০০-৩৫০০ বর্গফুট। আর প্রতি বর্গফুটের দাম ১১ হাজার থেকে ২৬ হাজার টাকা।

প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ক্রেতা-দর্শনার্থীদের কাছে আমাদের কোম্পানির অ্যাপার্টমেন্টের সুযোগ-সুবিধা তুলে ধরছি। আশা করছি, অনলাইন আবাসন মেলার পাশাপাশি এই অফলাইন মেলাতেও ভালো সাড়া পাব।’

আরেক আবাসন প্রতিষ্ঠান কমপ্রিহেনসিভ হোল্ডিংস লালমাটিয়া, বসুন্ধরা, মিরপুর, তেজতুরী বাজার ও টিকাটুলির পাঁচটি প্রকল্পের ৫০টির বেশি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছে মেলায়। তাদের অ্যাপার্টমেন্টের আকার ১৩৪০-১৭০০ বর্গফুট। প্রতি বর্গফুটের দাম ১১ হাজার থেকে ১৭ হাজার টাকা।

প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপক মুনিরুল ইসলাম বলেন, ‘ক্রেতাদের সঙ্গে সম্পর্ক স্থাপন ও কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য আমরা মেলায় অংশ নিয়েছি। ইতিমধ্যে কয়েকজন ক্রেতা আমাদের স্টলে এসে অ্যাপার্টমেন্টের খোঁজখবর নিয়েছেন।’

বন্ধুকে নিয়ে উত্তরা থেকে মেলায় এসেছিলেন মো. জাকির হোসেন। বললেন, ‘আমরা উত্তরায় অ্যাপার্টমেন্ট খুঁজছি। তবে কোম্পানিগুলোর কাছে উত্তরার আবাসন প্রকল্প তুলনামূলক কম মনে হচ্ছে।’

মেলায় ক্রেতা-দর্শনার্থীদের গৃহঋণের বিভিন্ন তথ্য দিচ্ছে আইএফআইসি ব্যাংক। তারা ৯ শতাংশ সুদে অ্যাপার্টমেন্ট কেনার জন্য ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ দেয়। ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ২৫ বছর।

ব্যাংকটির কর্মকর্তা কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বেশ কয়েকজন ক্রেতা আমাদের স্টলে এসে গৃহঋণের খোঁজখবর নিয়েছেন। আশা করছি, মেলায় ভালো সাড়া পাব।’

মেলায় অংশ নিয়েছে টাইলস খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডিবিএল সিরামিকস। প্রতিষ্ঠানটির করপোরেট সেলস বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক নাসিম বিন আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা ক্রেতা-দর্শনার্থীকে আমাদের বিভিন্ন টাইলস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। একই সঙ্গে তাঁদের টাইলস কেনার আগে আমাদের হাতিরপুল ও বারিধারা প্রদর্শনী কেন্দ্র পরিদর্শনের পরামর্শ দিচ্ছি।’

আসবাব খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিল মেলায় সোফা, টেবিল, চেয়ারসহ বিভিন্ন আসবাবের পাশাপাশি দরজা প্রদর্শন করছে। অন্যান্য আসবাব ডিজিটাল মাধ্যমে ক্রেতা-দর্শনার্থীদের সামনে তুলে ধরছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

হাতিলের জ্যেষ্ঠ কর্মকর্তা সাখাওয়াত হোসেন বললেন, ‘আবাসনের সঙ্গে আসবাব খাতের সম্পর্ক বেশ নিবিড়। আমরা বাসাবাড়ির অত্যাবশ্যকীয় দরজা-জানালা ছাড়াও অন্দরসজ্জা ও ঘরের সব ধরনের আসবাব সরবরাহ করে থাকি। তাই নতুন ক্রেতাদের সঙ্গে সংযোগ করতেই এই মেলায় অংশ নিয়েছি আমরা।’

রাজধানী ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরের শীর্ষস্থানীয় ৩২টি প্রতিষ্ঠান নিজেদের সেরা প্রকল্প, পণ্য ও সেবা নিয়ে এবারের অনলাইন মেলায় অংশ নিচ্ছে। আগ্রহী ক্রেতারা প্রকল্পগুলোর বিস্তারিত দেখেশুনে সহজেই বেছে নিতে পারবেন পছন্দের জমি, ফ্ল্যাট বা বাণিজ্যিক ভবনের স্পেস। এ ছাড়া ওয়েবসাইটে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘লাইভ চ্যাট’-এর মাধ্যমে মেলাবিষয়ক নানা তথ্য জানা যাবে।